Bengaluru Horror: গাড়িতে বাইকের ঘষা লেগেছিল, ২ কিমি ধাওয়া করে খাবার ডেলিভারি কর্মীকে পিষে মারল দম্পতি

সামান্য গাড়ি-বাইক ঘষা লেগে শুরু হওয়া বচসা শেষ হলো মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে। বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লি এলাকায় গাড়িচাপায় এক যুবকের মৃত্যু এবং অন্য জনের গুরুতর জখম হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত দম্পতি মনোজ কুমার এবং আরতি শর্মাকে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement
গাড়িতে বাইকের ঘষা লেগেছিল, ২ কিমি ধাওয়া করে খাবার ডেলিভারি কর্মীকে পিষে মারল দম্পতিঅভিযুক্ত দম্পতি ও মৃত যুবক।-ফাইল ছবি
হাইলাইটস
  • সামান্য গাড়ি-বাইক ঘষা লেগে শুরু হওয়া বচসা শেষ হলো মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে।
  • বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লি এলাকায় গাড়িচাপায় এক যুবকের মৃত্যু এবং অন্য জনের গুরুতর জখম হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সামান্য গাড়ি-বাইক ঘষা লেগে শুরু হওয়া বচসা শেষ হলো মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে। বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লি এলাকায় গাড়িচাপায় এক যুবকের মৃত্যু এবং অন্য জনের গুরুতর জখম হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত দম্পতি মনোজ কুমার এবং আরতি শর্মাকে পুলিশ গ্রেফতার করেছে।

ঘটনাটি ২৫ অক্টোবর রাতের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম দর্শন। পেশায় তিনি একটি অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার কর্মী। বন্ধু বরুণের সঙ্গে বাইকে যাচ্ছিলেন তিনি। পথে পুত্তেনাহাল্লির রামমন্দির সংলগ্ন এলাকায় মনোজ ও আরতির গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দর্শনের বাইকের সঙ্গে গাড়ির সামান্য ঘষা লাগে। এতে গাড়ির লুকিং মিরর ক্ষতিগ্রস্ত হয়।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দর্শন ও বরুণ ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন। তাতেই ঝামেলা মিটে যায় বলে মনে হচ্ছিল। কিন্তু এর কিছুক্ষণ পর মনোজ ও তাঁর স্ত্রী গাড়ি ঘুরিয়ে দর্শনদের পিছু ধাওয়া শুরু করেন। প্রায় দু’কিলোমিটার ধরে তারা বাইকটিকে অনুসরণ করে এবং হঠাৎ পিছন থেকে ধাক্কা মারে।

ধাক্কায় বাইক উল্টে যায়, ছিটকে পড়েন দুই আরোহী। দর্শনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়, গুরুতর জখম হন বরুণ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত করেছিল পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই সন্দেহ হয় যে এটি ইচ্ছাকৃতভাবে সংঘটিত অপরাধ। ফুটেজে দেখা যায়, গাড়িটি বাইকটিকে পেছন থেকে ধাক্কা মারছে। এরপরই পুলিশ অভিযুক্ত দম্পতিকে শনাক্ত করে গ্রেফতার করে। তদন্তে আরও জানা যায়, ঘটনার পর মনোজ ও আরতি আবার ঘটনাস্থলে ফিরে এসে মুখ ঢেকে গাড়ির ভাঙা অংশ সংগ্রহ করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন।

অভিযুক্ত মনোজ কুমার পেশায় মার্শাল আর্ট প্রশিক্ষক, আর তাঁর স্ত্রী আরতি শর্মা জম্মু-কাশ্মীরের বাসিন্দা। পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। অভিযুক্ত দম্পতিকে আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ খুন এবং প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement