বেঙ্গালুরুর আরএমভি সেকেন্ড স্টেজে এক পরিবারের চারজনের মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন দম্পতি।
কী ঘটেছিল?
মৃত ব্যক্তিরা হলেন অনুপ কুমার (৩৮), তাঁর স্ত্রী রাখি (৩৫), পাঁচ বছরের মেয়ে অনুপ্রিয়া এবং দুবছরের ছেলে প্রিয়াংশ। অনুপ উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা ছিলেন এবং বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার কনসালটেন্ট হিসেবে কাজ করতেন।
ঘটনার বিবরণ
সোমবার সকালে পরিচারিকা প্রতিদিনের মতো কাজ করতে এসে বারবার দরজায় ধাক্কা দেন। কিন্তু বাড়ির ভেতর থেকে কোনও সাড়া মেলেনি। ফোন করেও যোগাযোগ করতে ব্যর্থ হন তিনি। এরপর আশপাশের প্রতিবেশীদের জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে চারটি দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, প্রথমে দুই সন্তানকে বিষ খাইয়ে খুন করেন দম্পতি, তারপর নিজেরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
পারিবারিক চাপ এবং মানসিক অবস্থা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দম্পতি তাঁদের বিশেষভাবে সক্ষম মেয়ে অনুপ্রিয়ার শারীরিক অবস্থার কারণে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। মেয়ে ও তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাঁরা। হয়তো সেই চাপ সহ্য করতে না পেরে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন।
অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি পরিচারিকা
পরিচারিকার মতে, রবিবার পরিবারের সবাই পুদুচেরি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্যাগ গুছিয়ে রেখেছিলেন তাঁরা। পরিচারিকা কিংবা প্রতিবেশীরা কারও মধ্যেই দম্পতির আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি। তবে, এই মর্মান্তিক ঘটনায় তাঁরা হতবাক।
সুইসাইড নোট মেলেনি
ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। সদাশিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই মৃত্যুর কারণ ও প্রেক্ষাপট নিয়ে তদন্ত শুরু করেছে।