২৪ পাতার সুইসাইড নোট। যার ছত্রে ছত্রে রয়েছে মানসিক নির্যাতনের ব্যথা। বছরখানেক ধরে স্ত্রী এবং তাঁর আত্মীয়দের অত্যাচার সহ্য করতে না পেরে চরম পথ বেছে নিয়েছেন উত্তরপ্রদেশের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার অতুল সুভাষ। বেঙ্গালুরুর ফ্ল্যাটে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। সঙ্গে একটি প্ল্যাকার্ড। যাতে লেখার,'বিচার বাকি রয়ে গেল'।
বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন অতুল সুভাষ। ৩৪ বছর বয়সে আত্মহত্যা করতে বাধ্য হন তিনি। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিভাগে ডিজিএম হিসেবে কর্মরত ছিলেন। সুইসাইড নোটে অতুল লিখে গিয়েছেন, তাঁর বিরুদ্ধে ৯টি মামলা করেছেন স্ত্রী ও আত্মীয়রা। এমনকি তাঁর ৪ বছরের শিশুকেও কাজে লাগানো হচ্ছে টাকা হাতানোর জন্য। ৩ কোটি টাকা দাবি করছেন স্ত্রী।
এক্স হ্যান্ডেলে একটি ভিডিওবার্তায় অতুল সুভাষ জানিয়েছেন,'ভারতীয় আইনে তাঁর ভরসা নেই। ভারতে আইনিভাবে পুরুষদের হত্যা করা হচ্ছে'। তাতে ট্যাগ করেছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা সিইও এলন মাস্ক।
সুইসাইড নোটে সুভাষ লিখেছেন,শ্বশুরের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রী নিকিতা। তাঁর বক্তব্য ছিল, সুভাষের পরিবার ১০ লক্ষ টাকা পণ দাবি করেছিল। সেই শোকেই মারা গিয়েছেন বাবা। এমনকি নিজের নাবালক সন্তানের হয়েও অতুলের বিরুদ্ধে মামলা করেছিলেন নিকিতা। প্রতি মাসে ছেলের জন্য ২ লক্ষ টাকা চেয়েছিলেন। এছাড়া স্ত্রীকে মারধরের মামলাও দায়ের হয়েছে অতুলের বিরুদ্ধে।
অতুলের ভাই কী বললেন?
অতুলের ভাই বিকাশ কুমার জানান,'অতুলের স্ত্রী, তাঁর মা, ভাই এবং কাকা মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন। ৩ কোটি টাকা দাবি করেছিলেন। এ কারণে অতুল মুছড়ে পড়েছিলেন।