Pathaan Controversy: ‘বেশরম’ ও গেরুয়া বিকিনিতে বিতর্ক, 'পাঠান'-বিক্ষোভে পুড়ল শাহরুখের কুশপুতুল

বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে আসন্ন বলিউড ফিল্ম পাঠান (Pathan) এবং এর গান বেশরম রঙের বিরুদ্ধে একটি সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখাল। রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র 'আপত্তিকর দৃশ্য' এবং গেরুয়া পোশাক ব্যবহারের জন্য সিনেমাটি নিষিদ্ধ করার আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরে বিক্ষোভ শুরু হয়।

Advertisement
‘বেশরম’ ও গেরুয়া বিকিনিতে বিতর্ক, 'পাঠান'-বিক্ষোভে পুড়ল শাহরুখের কুশপুতুলpathan
হাইলাইটস
  • বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে আসন্ন বলিউড ফিল্ম পাঠান (Pathan) এবং এর গান বেশরম রঙের বিরুদ্ধে একটি সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখাল।
  • রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র 'আপত্তিকর দৃশ্য' এবং গেরুয়া পোশাক ব্যবহারের জন্য সিনেমাটি নিষিদ্ধ করার আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরে বিক্ষোভ শুরু হয়। 

বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে আসন্ন বলিউড ফিল্ম পাঠান (Pathan) এবং এর গান বেশরম রঙের বিরুদ্ধে একটি সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখাল। রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র 'আপত্তিকর দৃশ্য' এবং গেরুয়া পোশাক ব্যবহারের জন্য সিনেমাটি নিষিদ্ধ করার আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরে বিক্ষোভ শুরু হয়। 

বীর শিবাজি দলের কর্মীরা একটি রাস্তার মোড়ে জড়ো হয়ে দীপিকা পাড়ুকোন (Dipika Padukone) এবং শাহরুখ খানের (Shahrukh Khan) কুশপুতুলে আগুন ধরিয়ে দেয়। তাদের দাবি, হিন্দুরা এই গানের ওপর ক্ষুব্ধ। সিনেমাটি নিষিদ্ধ করা হোক। 
২০২৩ সালে শাহরুখ খানের ছবি পাঠানের একটি গান নিয়ে সমালোচনা শুরু হয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সিনেমার একটি গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের রঙ নিয়ে প্রশ্ন তোলেন। মিশ্র বলেছিলেন যে গানের কিছু দৃশ্য সংশোধন না হলে তাঁর রাজ্যে ছবিটি চলার বিষয়ে সরকার পদক্ষেপ করবে। 

নরোত্তম মিশ্র অক্টোবরে মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে বলিউড চলচ্চিত্র আদিপুরুষের নির্মাতাদেরও সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন, যদি হিন্দু ধর্মীয় ব্যক্তিত্বকে "ভুল" ভাবে দেখানো হয়, তাহলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 
সম্প্রতি বহু প্রতীক্ষিত ছবি শাহরুখের পাঠানের গান সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে। দীপিকার হট লুকে অনেকেই তাজ্জব। গেরুয়া রঙের পোশাকে বলিসুন্দরী পর্দা কাঁপালেও ক্ষুব্ধ হয়েছেন মন্ত্রী। তাঁর মতে, এই সিনেমায় বেশ কিছু আপত্তিজনক দৃশ্য রয়েছে এবং চিত্রায়নও ভুল। তিনি এই মর্মে জানিয়েছেন, ছবিতে পোশাক এবং দৃশ্যায়ন ঠিক করা দরকার নয়ত মধ্যপ্রদেশে এই ছবি দেখানো উচিত হবে না। নরোত্তম মিশ্র জানিয়েছেন, যদি এই সমস্ত আপত্তিজনক দৃশ্য মুছে দেওয়া হয় তবেই স্ক্রিনিং-এর বিষয়টি ভেবে দেখা হবে।

পাঠানের বেশরম রঙ নামক গানটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত হয়েছে। সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ব্যবহারকারীরা গেরুয়া রঙের পোশাক পরা নিয়ে আপত্তি তুলেছে। এমনকি বলা হচ্ছে, এই রঙের ব্যবহার করা হয়েছে এই রঙকে অপমানিত করার জন্য। সংস্কৃতি বাঁচাও মঞ্চ দীপিকা পাডুকোনের পোশাক নিয়ে প্রতিবাদের সুর তুলেছে। তাঁর গেরুয়া রঙের পোশাক না পরিবর্তন হলে এই ছবি দেখানো যাবে না বলে প্রতিবাদ শুরু করেছে।

Advertisement

আরও পড়ুন:দীপিকার গেরুয়া বিকিনিতে সমালোচনার ঝড়, পাঠান বয়কটের দাবি

 

POST A COMMENT
Advertisement