Nasal Covid Vaccine: ইঞ্জেকশনে ভয়! আজ থেকে চালু হল নাকে নেওয়ার কোভিড টিকা, দাম কত?

প্রজাতন্ত্র দিবসের দিনই বাজারে এসে গেল iNCOVACC ভ্যাকসিন। ভারতীয় ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক এই টিকা তৈরি করেছে। এই বিষয়ে গত সপ্তাহেই ঘোষণা করেন ভারত বায়োটেকের চেয়ারম্যান-MD কৃষ্ণা এলা।

Advertisement
ইঞ্জেকশনে ভয়! আজ থেকে চালু হল নাকে নেওয়ার কোভিড টিকা, দাম কত?
হাইলাইটস
  • প্রজাতন্ত্র দিবসের দিনই বাজারে এসে গেল iNCOVACC ভ্যাকসিন।
  • ভারতীয় ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক এই টিকা তৈরি করেছে।

প্রজাতন্ত্র দিবসের দিনই বাজারে এসে গেল iNCOVACC ভ্যাকসিন। ভারতীয় ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক এই টিকা তৈরি করেছে। এই বিষয়ে গত সপ্তাহেই ঘোষণা করেন ভারত বায়োটেকের চেয়ারম্যান-MD কৃষ্ণা এলা। নাক দিয়েই এই টিকা নেওয়া যাবে। কেন্দ্র ইতিমধ্যেই ১৮ বছরের বেশি বয়সীদের জন্য এই ইন্ট্রানাসাল কোভিড ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে। এটি একটি 'হেটেরোলোগাস বুস্টার ডোজ' হিসাবেও ব্যবহার করা হবে। অর্থাত্, যাঁরা আগে Covishield এবং Covaxin নিয়েছেন, তাঁরা এবার হেটেরোলগাস বুস্টার ডোজ হিসেবে এই ভ্যাকসিন নিতে পারেন।

ইন্ট্রানাসাল মানে নাকের মাধ্যমে এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে। ফলে ইঞ্জেকশন নিয়ে যাঁদের ফোবিয়া আছে, তাঁদের জন্য সুখবর। iNCOVACC বিশ্বের প্রথম ইন্ট্রানাসাল ভ্যাকসিন, যা প্রাইমারি সিরিজ এবং হেটেরোলগাস বুস্টারের ছাড়পত্র পেয়েছে।বেসরকারি হাসপাতালের মাধ্যমে এই ভ্যাকসিন নেওয়া যাবে। কোভিড-১৯-এর ভ্যাকসিনের তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হবে। ভারত বায়োটেক জানিয়েছে, বেসরকারি হাসপাতালে এটি ৮০০ টাকা করে বিক্রি করা হবে। তবে সরকারকে তারা এটি ৩২৫ টাকা করে দিচ্ছে।

ভারত বায়োটেকের নাকের কোভিড ভ্যাকসিন iNCOVACC সোমবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং চালু করেন। এটি SARS-CoV-2 এর বিরুদ্ধে দেশের প্রথম নাকে নেওয়ার টিকা।
ইন্ট্রানাসাল ভ্যাকসিনকে 'গ্লোবাল গেম চেঞ্জার' বলে অভিহিত করেছেন ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ডঃ কৃষ্ণা এলা। ভ্যাকসিনটি ওয়াশিংটন ইউনিভার্সিটি সেন্ট লুইসের সঙ্গে অংশীদারিত্বে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন-Covid-19, iNCOVACC: ন্যাজাল না ইঞ্জেকশন, কোন COVID-টিকা বেশি কার্যকর? গবেষণার রিপোর্ট

 

POST A COMMENT
Advertisement