উৎসবের মরসুমে মানুষের জন্য বড় উপহার দিল কেন্দ্র। বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে কর কাঠামোয় আমূল পরিবর্তনের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন স্ল্যাব চারটি, শূন্য, ৫%, ১৮% এবং ৪০%। আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে এই ব্যবস্থা।
ফলে খাদ্যদ্রব্য, স্বাস্থ্যসেবা, শিক্ষাসামগ্রী, কৃষিপণ্য ও গৃহস্থালির নানা জিনিসে কর উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে বিলাসবহুল গাড়ি, তামাকজাত দ্রব্য, ক্যাফিনযুক্ত পানীয় এবং ক্রিকেট টিকিটের ওপর কর বেড়েছে। ফলে বাজারে ১০০-রও বেশি জিনিসের দাম কমবে, তবে কিছু ক্ষেত্রে খরচ বাড়বে।
কোন কোন জিনিস সস্তা হবে?
খাদ্যদ্রব্যে বড় স্বস্তি। ভোজ্য তেল, মাংস, মাছ, দুধজাত পণ্য, সয়া দুধ, চিনি, চকোলেট, বিস্কুট, কর্নফ্লেক্স, ফলের রস, জ্যাম ও জেলির ওপর কর নামছে ৫%-এ। প্রয়োজনীয় জিনিস যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, শেভিং প্রোডাক্টস ও ট্যালকম পাউডারও ১৮% থেকে কমে আসছে ৫%-এ।
শিক্ষা খাতে নোটবুক, অনুশীলনী বই, মানচিত্র, গ্লোব, চক ও পেন্সিলে শূন্য স্ল্যাব। স্বাস্থ্য ও মেয়াদী বীমায় আর কোনও কর নেই। থার্মোমিটার, ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটার, মেডিকেল অক্সিজেন ১২%-১৮% থেকে নেমে আসছে ৫%-এ।
ইলেকট্রনিক্সে এয়ার কন্ডিশনার, ডিশওয়াশার, টিভি ও প্রোজেক্টরে কর কমে ১৮%। কৃষি যন্ত্রপাতি, ট্র্যাক্টর, টায়ার, কম্পোস্টিং মেশিন ও অর্গানিক কীটনাশকেও স্বস্তি মিলবে।
পরিবহনে ছোট গাড়ি, থ্রি-হুইলার, অ্যাম্বুলেন্স, ৩৫০ সিসির নিচে মোটরসাইকেল ও বাণিজ্যিক গাড়িতে কর ২৮% থেকে কমে দাঁড়াবে ১৮%। বস্ত্র ও চামড়াজাত পণ্য, ২,৫০০ পর্যন্ত পোশাক, সুতা, হস্তশিল্পেও কর নেমে ৫%। হোটেলে ৭,৫০০-র নিচে ভাড়া, সিনেমা টিকিট (১০০-র কম) ও সৌন্দর্য পরিষেবায় কর থাকবে মাত্র ৫%।
কোন কোন জিনিস আরও দামি হবে?
তামাকজাত দ্রব্য, সিগার, সিগারেট, পান মশলা ও তামাকের ওপর কর বেড়ে দাঁড়াচ্ছে ৪০%। ক্যাফিনযুক্ত ও কার্বনেটেড পানীয়তেও কর ২৮% থেকে বেড়ে হবে ৪০%। বিলাসবহুল গাড়ি ও SUV-তে কর বেড়ে দাঁড়াচ্ছে ৪০%। ৩৫০ সিসির ওপরে মোটরসাইকেলও এই নতুন করের আওতায় আসবে। ক্রিকেট ম্যাচের টিকিটে কর বেড়ে হবে ১৮%, আর ক্যাসিনো ও রেস ক্লাবে কর বেড়ে হবে ৪০%।
সরকারের দাবি
কেন্দ্রীয় সরকারের মতে, নতুন স্ল্যাব সাধারণ মানুষকে স্বস্তি দেবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখবে। তবে বিলাসবহুল খাত ও নেশাজাত দ্রব্যে উচ্চ কর থেকে রাজস্ব আয় বাড়ানোই সরকারের লক্ষ্য।