Panchayat AajTak Bihar 2025: 'ওরা তো কে দাদা, কে ভাই, ঠিকই করতে পারছে না,' বিহারে রাহুল-তেজস্বীদের কটাক্ষ BJP সভাপতির

বিহারের বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল অংশগ্রহণ করেছিলেন 'Aaj Tak Panchayat Patna' অনুষ্ঠানে। আর সেখানে উপস্থিত হয়ে তিনি জানান, NDA ভোট প্রস্তুতি শুরু করেছে আসন সমঝোতার মাধ্যমে। যদিও মহাগঠবন্ধন জোট এই কাজে অনেকটা পিছিয়ে রয়েছে। তারা কে বড় ভাই, আর কে ছোট ভাই, এই যুদ্ধেই এখনও আটকে। বিহারের মানুষ এখন বিরোধী জোটের অভ্যন্তরীণ যুদ্ধ দেখছে।

Advertisement
'ওরা তো কে দাদা, কে ভাই, ঠিকই করতে পারছে না,' বিহারে রাহুল-তেজস্বীদের কটাক্ষ BJP সভাপতির
হাইলাইটস
  • NDA ভোট প্রস্তুতি শুরু করেছে আসন সমঝোতার মাধ্যমে
  • মহাগঠবন্ধন জোট এই কাজে অনেকটা পিছিয়ে রয়েছে
  • তারা কে বড় ভাই, আর কে ছোট ভাই, এই যুদ্ধেই এখনও আটকে

বিহারের বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল অংশগ্রহণ করেছিলেন 'Aaj Tak Panchayat Patna' অনুষ্ঠানে। আর সেখানে উপস্থিত হয়ে তিনি জানান, NDA ভোট প্রস্তুতি শুরু করেছে আসন সমঝোতার মাধ্যমে। যদিও মহাগঠবন্ধন জোট এই কাজে অনেকটা পিছিয়ে রয়েছে। তারা কে বড় ভাই, আর কে ছোট ভাই, এই যুদ্ধেই এখনও আটকে। বিহারের মানুষ এখন বিরোধী জোটের অভ্যন্তরীণ যুদ্ধ দেখছে।

দিলীপ জয়সওয়াল বলেন, 'NDA-এর ৫ পাণ্ডব পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। NDA-তে সিট ভাগাভাগিও ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সব NDA দল নিজেদের প্রার্থীও জানিয়ে দিয়েছে। শুরু হয়ে গিয়েছে ইলেকশন ক্যাম্পেন।'

NDA-এর সিট ভাগাভাগি
বিহারে মোট ২৪৩টি বিধানসভা আসন রয়েছে। এনডিএ শরিকদের আসন ভাগাভাগি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন আর এই জোটে বড় ভাই নীতীশ আর ছোট ভাই বিজেপি-এর বিষয় নেই। বরং বিজেপি ও জেডি(ইউ) সমান আসনে প্রার্থী দিচ্ছে। এই দুই দলই ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিহার ভোটে। 

আপরদিকে বাকি যে ৪১টি আসন ভাগ হবে অন্যান্য শরিকদের মধ্যে। এক্ষেত্রে চিরাগ পাসওয়ানের এলজেপি(রামবিলাস) ২৯টি আসনে লড়বে। এছাড়া RSLP ও HAM ৬টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গিয়েছে। 

কবে ভোট বিহারে? 
বিহার ভোটে আর এক মাসও বাকি নেই। এই রাজ্যে দুই দফায় হবে ভোট। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। আর দ্বিতীয় দফার ভোট হবে ১১ নভেম্বর। আর ভোটের রেজাল্ট বেরবে ১৪ নভেম্বর বলে জানিয়েছে ইলেকশন কমিশন। আর এই আবহেই ভোট উত্তেজনা বাড়ছে। 

SIR নিয়ে তীব্র ঝামেলা
বিহার থেকেই ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু করল নির্বাচন কমিশন। আর SIR নিয়ে প্রথম থেকেই বিরোধীরা সরব ছিল। তাদের মতে, এসআইএর-এর মাধ্যমে যোগ্য নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে সরকার। যদিও এই যুক্তি কখনও মানতে চায়নি নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, এর মাধ্যমে আদতে অন্য রাজ্যে স্থায়ীভাবে চলে যাওয়া, মৃত ভোটার এবং অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে। সকল যোগ্য ভোটারের নাম থাকবে লিস্টে। 

Advertisement

যদিও এই নিয়ে কম জল ঘোলা হয়নি। সুপ্রিমকোর্টেও এসআইআর-এর বিরুদ্ধে মামলা হয়। সুপ্রিমকোর্ট নিজের পর্যবেক্ষণ জানান। কিন্তু SIR বন্ধ হয়নি। সুপ্রিমকোর্টের নিয়ম মেনে কিছু বদল এনে অবশেষে ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেখানে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদেরও নির্দিষ্টভাবে বিনামূল্যে আইনি সাহায্য দিতে বলেছে প্রধান কোর্ট। 


 

POST A COMMENT
Advertisement