Bihar Caste Census Survey Report: বিহারে গ্র্যাজুয়েট মাত্র ৭%, জাতি গণনা সার্ভেতে আরও একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য

বিহারে চলছে শীতকালীন অধিবেশন চলছে। আজ, মঙ্গলবার বিধানসভায় জাতি গণনার রিপোর্ট পেশ করা হবে। তা নিয়ে সংসদে হবে বিতর্ক।

Advertisement
বিহারে গ্র্যাজুয়েট মাত্র ৭%, জাতি গণনা সার্ভেতে আরও একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য
হাইলাইটস
  • বিহার বিধানসভায় জাতি গণনার রিপোর্ট পেশ করা হবে
  • তা নিয়ে সংসদে হবে বিতর্ক
  • এই তথ্য অনুসারে, বিহারের জনসংখ্যার মাত্র ৭% শতাংশ স্নাতক

Bihar Caste Census Survey Report: বিহারে চলছে শীতকালীন অধিবেশন চলছে। আজ, মঙ্গলবার বিধানসভায় জাতি গণনার রিপোর্ট পেশ করা হবে। তা নিয়ে সংসদে হবে বিতর্ক। রিপোর্ট প্রকাশের আগেই জাতি গণনার অর্থনৈতিক ও শিক্ষাগত পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। এই সার্ভে রিপোর্ট অনুসারে, বিহারের জনসংখ্যার মাত্র ৭% শতাংশ স্নাতক। অর্থনৈতিক দিকে রাজ্যে জেনারেল শ্রেণির ২৫.৯ শতাংশ পরিবার দরিদ্র। এছাড়া, ভূমিহার ও ব্রাহ্মণ পরিবারও সবচেয়ে দরিদ্র।

নীতীশ কুমার সরকার বিহারে জাতি গণনা করেছিল। চলতি বছরের অক্টোবরে এর পরিসংখ্যান প্রকাশ করা হয়। এবার এটি বিধানসভায় উপস্থাপন করা হবে। এর সঙ্গে অর্থনৈতিক ও শিক্ষাগত পরিসংখ্যানও প্রকাশ করা হচ্ছে।

সার্ভে রিপোর্ট অনুসারে বিহারের শিক্ষাগত পরিসংখ্যান
- বিহারে ২২.৬৭% জনসংখ্যা প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছে।
- জনসংখ্যার ১৪.৩৩% ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।
- জনসংখ্যার ১৪.৭১% নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।
- জনসংখ্যার ৯.১৯% একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়েন।
- স্নাতকের জনসংখ্যা মাত্র ৭%।

বিহারে কার কত আয়?
- সার্ভে রিপোর্ট অনুসারে, জেনারেল জনসংখ্যার প্রায় ২৫ শতাংশের মাসিক আয় ৬ হাজার টাকা পর্যন্ত। ২৩ শতাংশ জনসংখ্যার মাসিক আয় ৬ থেকে ১০ হাজার টাকা। ১৯ শতাংশ জনসংখ্যার মাসিক আয় ১০ হাজার থেকে ২০ হাজার টাকা। জনসংখ্যার ১৬ শতাংশের মাসিক আয় ২০ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে। জনসংখ্যার ৯ শতাংশের মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি।
- অনগ্রসর শ্রেণির ৩৩ শতাংশ জনসংখ্যার মাসিক আয় ৬ হাজার টাকা পর্যন্ত। ২৯ শতাংশ জনসংখ্যার মাসিক আয় ৬ থেকে ১০ হাজার টাকা। জনসংখ্যার ১৮ শতাংশের মাসিক আয় ১০ থেকে ২০ হাজার টাকা। অনগ্রসর শ্রেণীর জনসংখ্যার ১০ শতাংশের মাসিক আয় ২০ থেকে ৫০ হাজার। জনসংখ্যার ৪ শতাংশের মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি।
- তফসিলি জাতি বিভাগে, ২৯ শতাংশ জনসংখ্যার মাসিক আয় ৬ থেকে ১০ হাজার টাকা। জনসংখ্যার ১৫ শতাংশের মাসিক আয় ১০ থেকে ২০ হাজার টাকা। জনসংখ্যার ৫ শতাংশের মাসিক আয় ২০ থেকে ৫০ হাজার। জনসংখ্যার ১ শতাংশের মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি।
- তফসিলি উপজাতি বিভাগে, জনসংখ্যার ৪২ শতাংশের মাসিক আয় জনসংখ্যার ২৫ শতাংশের মাসিক আয় ৬ থেকে ১০ হাজার টাকা। জনসংখ্যার ১৬ শতাংশের মাসিক আয় ১০ থেকে ২০ হাজার টাকা। জনসংখ্যার ৮ শতাংশের মাসিক আয় ২০ থেকে ৫০ হাজার। যেখানে ২.৫৩ শতাংশ জনসংখ্যার মাসিক আয় ৫০ হাজার টাকা।

Advertisement

 

POST A COMMENT
Advertisement