বিহার ভোটে এগিয়ে এনডিএ১০ বার নীতীশ কুমার। প্রায় ধুয়েমুছে সাফ বিরোধীরা। হ্যাঁ, যে দিকে বিহারের ভোটের ফলের ট্রেন্ড, তা দেখলে এই কথাগুলি অনায়াসে বলা যায়।
প্রসঙ্গত, বুথ ফেরত সমীক্ষায় জেডিইউ এবং বিজেপি জোট জিতবে বলে আভাস ছিলই। আর সেই ভবিষ্যদ্বাণী মিলেই গেল। ল্যান্ডস্লাইড জয়ের পথে এগিয়ে গেল এনডিএ জোট। এই প্রতিবেদন লেখার সময় (বেলা ১২টা ২৬ মিনিট) ১৯১টি আসনে এগিয়ে গিয়েছে এনডিএ। ও দিকে মহাগঠবন্ধনের জোট মাত্র ৪৯টি সিটে এগিয়ে রয়েছে।
অর্থাৎ বার্তা স্পষ্ট। এ বারও বিহারের মানুষ বেছে নিলেন তাঁদের 'কাছের মানুষ, কাজের মানুষ' নীতীশকে। ও দিকে তেজস্বীর মুখ সামনে নিয়ে লড়া মহাগঠবন্ধনকে তারা একবারে প্রত্যাখ্যান করলেন। তারা যে বিহারে 'জঙ্গল রাজ চান না', এটা এই ভোটে স্পষ্ট হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
কে কতগুলি সিটে এগিয়ে?
এই প্রতিবেদন লেখার সময় বিজেপি ৮৫টা সিটে এগিয়ে রয়েছে। তারাই বিহারে বৃহত্তর দল হিসাবে এখনও পর্যন্ত উঠে এসেছে। ও দিকে তার পিছনেই রয়েছে জেডিইউ। তারা এগিয়ে রয়েছে ৭৮ আসনে। এছাড়া এলজেপিআরভি ২১টি সিটে, হ্যাম ৫টি এবং আরএলএম ৩টি সিটে এগিয়ে আছে।
ও দিকে মহাগঠবন্ধের ফল খুবই খারাপ। আরজেডি এগিয়ে রয়েছে মাত্র ৩৩টি সিটে। কংগ্রেস এগিয়ে আছে ৫টি সিটে। এছাড়া সিপিআইএমএল ৬টি, সিপিআইএম ১টি এবং সিপিআই ১টি সিটে এগিয়ে রয়েছে।
আর এই ট্রেন্ড দেখে ইতিমধ্যেই উৎসব শুরু হয়ে গিয়েছে এনডিএ সমর্থকদের মধ্যে। পটনায় নীতীশের অফিস থেকে চলছে লাড্ডু বিতরণ। পাশাপাশি স্লোগান দেওয়া হচ্ছে। ঠিক একই অবস্থা বিজেপি পার্টি অফিসেও। সেখানেও চলছে বিরাট উৎসব।
ও দিকে খুব খারাপ অবস্থা বিরোধী দলগুলির। আরজেডি, কংগ্রেস একবারে ধরাশায়ী। ঠিক একইভাবে খারাপ ফল করেছে বাম দলগুলিও।
বিহারে কত সিটে ভোট?
বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩টি। ম্যাজিক ফিগার ১২২টি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। এখন দেখার এনডিএ না বিরোধী জোট ক্ষমতা দখল করে নেয়।
ইস্যু কী ছিল?
এ বার বিহার ভোটের ময়দানে মূলত দুটি ইস্যু প্রাধান্য পেয়েছে। সরকারে থাকা বিজেপি ও জেডিইউ নেতারা ক্রমাগত লালু প্রসাদ যাদবের সময়ের জঙ্গলরাজের কথা তুলেছেন। তারা বারবার তুলে ধরেছেন সেই সময়ের রাহাজানি, অপহরণ, খুনের ঘটনা। অন্যদিকে, তেজস্বীর আবার চাকরি নিয়ে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন টাকা দেওয়ার ঘোষণাও করেন। তবে তেজস্বীর সেই কথায় যে কাজ হল না, এই বিষয়টা এখন একবারেই পরিষ্কার।