
বিহার বিধানসভা নির্বাচনের আর্লি ট্রেন্ড দেখতেই চাঙ্গা গেরুয়া শিবির। ২৪৩ আসনের বিধানসভায় ১২২ ম্যাজিক ফিগার গণনা শুরুর মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটেই পেরিয়ে গিয়েছে NDA। BJP একাই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসতে পারে। এই আবহে এবার বাংলা জয়ের ডাক দিলেন গিরিরাজ সিং।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। আজ তক-কে তিনি শুক্রবার বলেন, 'এই জয় BJP-র। এবার বাংলার পালা।' BJP এবার বাংলা দখল করতে বদ্ধপরিকর, সে কথাই আরও একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বিহারের এখনও পর্যন্ত যা ট্রেন্ডে তা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরে।
গণনায় কী ইঙ্গিত?
মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে ম্যাজিক ফিগার ক্রস করে গিয়েছে NDA। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। আর সকাল ৯টা ১৫ মিনিটের ট্রেন্ড বলছে ১২২ পার করে গিয়েছে RJD নেতৃত্বাধীন শাসক জোট। ১৬০-এ পৌঁছে গিয়েছে NDA। এদিকে মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে ৬৯টি আসনে।
আর্লি ট্রেন্ড বলছে ফের বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে NDA। একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে এগিয়ে রয়েছে BJP। ৭০টি আসনে এগিয়ে রয়েছে BJP। JDU এগিয়ে রয়েছে ৭৫টি আসনে। অন্যদিকে, মহাগঠবন্ধনের বাকি দলগুলি আশআনুরূপ ছাপ ফেলতে না পারলেও গণনার শুরু থেকে একাই জোটকে টেনে যাচ্ছে RJD। এই জোটের অন্যতম বড় দল কংগ্রেস এগিয়ে রয়েছে মোটে ১৪টি আসনে। CPI এগিয়ে রয়েছে ১টি আসনে। CPI(ML) এগিয়ে ৩টি আসনে। CPIM বিহারে এখনও পর্যন্ত ১টি আসনে এগিয়ে। RJD এগিয়ে রয়েছে ৬০টি আসনে। রঘোপুর আসন থেকে অনেক ভোটে এগিয়ে তেজস্বী যাদব।