Cuts Village Power Supply: রোজ রাতে লোডশেডিংয়ে তিতিবিরক্ত, 'লাভস্টোরি' জানতেই তরুণীর বিয়ে দিল গ্রামবাসীরা

বিহারের বেত্তিয়ার এক তরুণী অন্ধকারে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে তার পুরো গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করত। অন্ধকারের আড়ালে প্রেমিক রাজকুমারের সঙ্গে দেখা করার জন্য প্রীতি প্রতিবারই এটি করতেন কিন্তু অবশেষে গ্রামবাসীদের হাতে ওই যুগলকে ধরা পড়ার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে।

Advertisement
রোজ রাতে লোডশেডিংয়ে তিতিবিরক্ত, 'লাভস্টোরি' জানতেই তরুণীর বিয়ে দিল গ্রামবাসীরাফাইল ছবি।
হাইলাইটস
  • বিহারের বেত্তিয়ার এক তরুণী অন্ধকারে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে তার পুরো গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করত।
  • অন্ধকারের আড়ালে প্রেমিক রাজকুমারের সঙ্গে দেখা করার জন্য প্রীতি প্রতিবারই এটি করতেন কিন্তু অবশেষে গ্রামবাসীদের হাতে ওই যুগলকে ধরা পড়ার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে।

বিহারের বেত্তিয়ার এক তরুণী অন্ধকারে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে তার পুরো গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করত। অন্ধকারের আড়ালে প্রেমিক রাজকুমারের সঙ্গে দেখা করার জন্য প্রীতি প্রতিবারই এটি করতেন কিন্তু অবশেষে গ্রামবাসীদের হাতে ওই যুগলকে ধরা পড়ার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে।

প্রীতি কুমারীর সঙ্গে রাজকুমারের সম্পর্ক গত এক সপ্তাহ ধরে পশ্চিম চম্পারণের দুটি গ্রামের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। গ্রামবাসীরা আসলে কী কারণে ঘটছে তা বোঝার আগেই ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েছিলেন।
গ্রামবাসী গোবিন্দ চৌধুরী ইন্ডিয়া টুডে-কে বলেন, "প্রীতি প্রতি রাতে গ্রামের বিদ্যুৎ কেটে দিত যার কারণে গ্রামে অনেক চুরির খবর পাওয়া গেছে। আমরা সেই মেয়েটিকে দেখে বিরক্ত ছিলাম।"

গ্রামে ঘন ঘন বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিরক্ত হয়ে গ্রামবাসীরা বিদ্যুৎ দফতরের কাছে একাধিকবার অভিযোগ করলেও লাভ হয়নি। গ্রামবাসীরা সঙ্কটের পিছনে কারণ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এবং পরের বার গ্রামে লাইট নিভে গেলে তারা রাজকুমার এবং প্রীতিকে একসাথে ধরে ফেলে এবং তাদের হতবাক করে ফেলে।

গ্রামবাসীরা যুবককে মারধর করে, তারপরে তিনি তাঁর দলকে ডেকে গ্রামবাসীদের উপর হামলা চালায়। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাজকুমারকে গ্রামবাসী এবং তার প্রেমিকাকে লাঠিপেটা করছে।
ভিডিওগুলির মধ্যে একটিতে দেখা যাচ্ছে একদল ছেলে প্রীতিকে জিজ্ঞাসা করছে, "কোন হ্যায় ইয়ে? ভিডিও বানাও। (সে কে? অভিনয়টি রেকর্ড করুন)। 

পরে দুই গ্রামের লোকজন উদ্যোগী হয়ে রাজকুমারকে প্রীতিকে বিয়ে করার পরামর্শ দেন। অবশেষে স্থানীয় একটি মন্দিরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

POST A COMMENT
Advertisement