বিজেপির নতুন জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীনবড়সড় সাংগঠনিক সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা পার্টি। রবিবার জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করা হল বিহার সরকারের মন্ত্রী নীতিন নবীনের নাম। তাৎক্ষণিক ভাবেই বিহারের সড়ক নির্মাণ দফতরের মন্ত্রীকে এই পদে বসানো হচ্ছে বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, দলীয় নেতৃত্বে নবীনের সাংগঠনিক অভিজ্ঞতা, একদম নীচু তলার কর্মীদের কাছেও তাঁর জনপ্রিয়তা এবং প্রশাসনিক দক্ষতার কথা মাথায় রেখেই তাঁর হাতে এই গুরুদায়িত্ব তুলে দিয়েছে BJP।
বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অরুণ সিংয়ের তরফে এই মর্মে একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ড এই নিয়োগে অনুমতি দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, বর্তমানে বিহার সরকারের মন্ত্রী নীতিন নবীন এখন থেকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বভার গ্রহণ করছেন।
নীতিন নবীন ছাত্র রাজনীতি থেকে বিভিন্ন দলীয় পদে ধীরে ধীরে উঠে এসেছেন। সুশৃঙ্খল সংগঠক এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী নেতা হিসেবে দলে তাঁর পরিচিতি রয়েছে। ইতিমধ্যেই বিহার বিজেপির অন্দরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষ ভাবে সামলেছেন তিনি।
বর্তমানে নবীন পাটনার বাঁকিপুর বিধানসভা থেকে টানা পঞ্চমবার জনাদেশ পেয়ে বিধায়ক হয়েছেন। তবে তিনি প্রথমবার জয়লাভ করেছিলেন ২০০৬ সালের উপনির্বাচনে। পরবর্তীতে তিনি ২০১০, ২০১৫, ২০২০ এবং ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন। শেষবার ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে তিনি ৯৮,২৯৯ ভোট পেয়ে আরজেডি প্রার্থী রেখা কুমারীকে ৫১,৯৩৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।
অন্যদিকে,তাঁর বাবা নবীন কিশোর প্রসাদ সিনহা ছিলেন একজন প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন বিধায়ক। তাঁর বাবার মৃত্যুর পর, নীতিন নবীন সক্রিয়ভাবে নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন।