Bihar Water Dept: বিহারে সরকারি দফতরে হিটলার-মুসোলিনির প্রশংসা, VIRAL হতেই...

বিহার সরকারের জলসম্পদ বিভাগের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অ্যাডলফ হিটলার ও বেনিটো মুসোলিনির প্রশংসাসূচক পোস্ট। আর তা এক-দু’দিন নয়, টানা নমাস ধরে অনলাইনে। ফেব্রুয়ারিতে পোস্ট করা ওই গ্রাফিক হঠাৎ ভাইরাল হওয়ার পর সোমবার তড়িঘড়ি তা সরিয়ে ফেলে দফতর। এরপর শুরু হলো বিতর্ক, এই পোস্ট এতদিন ধরে কেউ দেখে না কীভাবে?

Advertisement
বিহারে সরকারি দফতরে হিটলার-মুসোলিনির প্রশংসা, VIRAL হতেই...
হাইলাইটস
  • বিহার সরকারের জলসম্পদ বিভাগের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অ্যাডলফ হিটলার ও বেনিটো মুসোলিনির প্রশংসাসূচক পোস্ট।
  • আর তা এক-দু’দিন নয়, টানা নমাস ধরে অনলাইনে। ফেব্রুয়ারিতে পোস্ট করা ওই গ্রাফিক হঠাৎ ভাইরাল হওয়ার পর সোমবার তড়িঘড়ি তা সরিয়ে ফেলে দফতর।

বিহার সরকারের জলসম্পদ বিভাগের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অ্যাডলফ হিটলার ও বেনিটো মুসোলিনির প্রশংসাসূচক পোস্ট। আর তা এক-দু’দিন নয়, টানা নমাস ধরে অনলাইনে। ফেব্রুয়ারিতে পোস্ট করা ওই গ্রাফিক হঠাৎ ভাইরাল হওয়ার পর সোমবার তড়িঘড়ি তা সরিয়ে ফেলে দফতর। এরপর শুরু হলো বিতর্ক, এই পোস্ট এতদিন ধরে কেউ দেখে না কীভাবে?

'দুই প্রভাবশালী নেতা, আদর্শ ছিল নিখুঁত'-সরকারি হ্যান্ডেলের পোস্টে হিটলার-মুসোলিনি। ফেব্রুয়ারিতে জলসম্পদ দফতরের নীল টিক-যুক্ত হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছিল। ছবিতে ছিলেন, ইতালীয় ফ্যাসিস্ট বেনিটো মুসোলিনি এবং জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলার। পোস্টটি দীর্ঘদিন নজরে না আসলেও, সম্প্রতি ভাইরাল হতে শুরু করলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বহু ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, 'নয় মাস ধরে একটি সরকারি বিভাগের অফিসিয়াল পেজে ফ্যাসিবাদের প্রচার ঝুলে রইল, অথচ কারও গায়ে লাগল না?'

বুধবার জলসম্পদ দফতরের কর্মকর্তারা নিশ্চিত করেন, হ্যান্ডেলটি দীর্ঘদিন ধরে হ্যাকড ছিল। সাইবার অপরাধীরা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছিল অ্যাকাউন্টের নাম ও ইউজারনেম কয়েকবার বদলানো হয়। হ্যাক হওয়ার পর থেকে হ্যান্ডেলে নিয়মিত অদ্ভুত পোস্ট হতে থাকে। তবে প্রশ্ন রয়ে যায়, তাহলে এতদিন কেউ খেয়াল করল না কেন?
হিটলার-মুসোলিনির পোস্টটি ১৫ ফেব্রুয়ারি করা হয়েছিল। এর পর দীর্ঘ নয় মাসে আর কোনও পোস্ট ছিল না। যা থেকে স্পষ্ট-হ্যান্ডেলটি বহু আগেই হ্যাক হয়ে পড়েছিল। 
 

 

POST A COMMENT
Advertisement