Bilkis Bano Case: জেলে 'ভালো আচরণ', বিলকিসের ধর্ষকদের মুক্তিতে SC-তে কারণ দর্শালো গুজরাত সরকার

Bilkis Bano Case: জেলে 'ভালো আচরণ' করেছে বিলকিস বানো গণধর্ষণে অভিযুক্তরা, সুপ্রিম কোর্টে এ কথাই জানাল গুজরাত সরকার। সোমবার সুপ্রিম কোর্টে এই কারণ দর্শিয়ে দোষী সাব্যস্তদের সাজা মকুব করার পক্ষ নিল সরকার। যাবজ্জীবন সাজা ঘোষণা করা হলেও, ১৪ বছরের বেশি কারাবাস পূর্ণ করেছে তারা।

Advertisement
জেলে 'ভালো আচরণ', বিলকিসের ধর্ষকদের মুক্তিতে SC-তে কারণ দর্শালো গুজরাত সরকারবিলকিস বানো ও তাঁর পরিবার
হাইলাইটস
  • জেলে 'ভালো আচরণ' করেছে বিলকিস বানো গণধর্ষণে অভিযুক্তরা, সুপ্রিম কোর্টে এ কথাই জানাল গুজরাত সরকার
  • সোমবার সুপ্রিম কোর্টে এই কারণ দর্শিয়ে দোষী সাব্যস্তদের সাজা মকুব করার পক্ষ নিল সরকার

Bilkis Bano Case: জেলে 'ভালো আচরণ' করেছে বিলকিস বানো (Bilkis Bano) গণধর্ষণে অভিযুক্তরা, সুপ্রিম কোর্টে এ কথাই জানাল গুজরাত সরকার। সোমবার সুপ্রিম কোর্টে এই কারণ দর্শিয়ে দোষী সাব্যস্তদের সাজা মকুব করার পক্ষ নিল সরকার। যাবজ্জীবন সাজা ঘোষণা করা হলেও, ১৪ বছরের বেশি কারাবাস পূর্ণ করেছে তারা। এই ১৪ বছরে তাদের 'আচরণ ভাল' বলে প্রমাণিত হয়েছে, এ কথাই সুপ্রিম কোর্টে জানায় গুজরাত সরকার (Gujarat Government)। 

আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির বিরুদ্ধে সমস্ত জনস্বার্থ মামলা রয়েছে, তার শুনানি করতে চলেছে সুপ্রিম কোর্ট। গুজরাত সরকার এও জানায়, মুক্তির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি ছিল। উল্লেখ্য, গত ১৫ অগাস্ট বিলকিসের ১১ জন ধর্ষককে মুক্তি দেওয়া হয়। স্বাধীনতার অমৃত মহোৎসবে নারীদের সম্মানের কথা বললেও, এদিন বিলকিস ধর্ষণ ও খুনে অভিযুক্তদের মুক্তির ঘটনায় বিতর্কের ঝড় ওঠে।

গুজরাত সরকার, তার হলফনামায়, আরও জানায়, কোনও তৃতীয় পক্ষ একটি জনস্বার্থ মামলার আড়ালে কোনও ফৌজদারি বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। সাজা মকুবের চ্যালেঞ্জ করার আবেদনগুলি জনস্বার্থ মামলার এক্তিয়ারের নিছক অপব্যবহার, এও বলা হয়।

আরও জানানো হয়, গুজরাতের বিষয়টিতে কেন্দ্রের অনুমোদন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের ১১ জুলাই চিঠি দিয়ে ১১ ধর্ষকের মুক্তির জন্য অনুমোদন জানিয়েছিল। যে নীতির কথা এদিন হলফনামাতে গুজরাত সরকার উল্লেখ করেছে, তাতে ১৪ বছর জেলে থাকার পর যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তির কথা। এর তীব্র বিরোধিতা করে বিলকিস বানো ও তাঁর পরিবার। বলেন, তাঁর পরিবার ও তাঁর সঙ্গে পরামর্শ বা না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন বিলকিস বানো।

POST A COMMENT
Advertisement