আম্বানি ও তাঁর পরিবারকে Z+ নিরাপত্তা প্রদানMukesh Ambani Z+ Security: ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) মুম্বইয়ের বাইরেও দেওয়া হবে Z+ নিরাপত্তা (Z+ Security)। দেশের বাইরেও মিলবে এই নিরাপত্তা। স্বরাষ্ট্র মন্ত্রককে আম্বানি ও তাঁর পরিবারের নিরাপত্তার বিষয়ে এমন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শুধুমাত্র মুম্বইতেই নয়, মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারকে বিদেশ ভ্রমণের সময়ও এই নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়।
সেই সঙ্গে আম্বানি পরিবার সারা দেশেও যাতে সর্বোচ্চ নিরাপত্তা পায়, সেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানায় হয়, ভারত এবং বিদেশে নিরাপত্তার কভার প্রদানের খরচ আম্বানিকেই বহন করতে হবে।
মহারাষ্ট্রের বাইরেও নিরাপত্তা দেওয়া হবে
বিচারপতি কৃষ্ণ মুরারি এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর একটি বেঞ্চ তাঁর নির্দেশে জানান, মুকেশ আম্বানি এবং তাঁর পরিবার ভারতে থাকলে বা ভারতের বাইরে থাকলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহারাষ্ট্র প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রককে সহযোগিতা করতে হবে।
আম্বানির নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের
তাঁরা যখন বিদেশ সফরে যাবেন তখন তাঁদের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রক। আম্বানিকে দেওয়া নিরাপত্তার বিষয়টি দেশের বিভিন্ন স্থানে আদালতে মামলা চলছে। সেইসব বিতর্কের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।