Bjp On Malda And Panchla Cases: মালদা-পাঁচলায় নারী নির্যাতনের ঘটনায় মূক কেন বিরোধীরা? প্রশ্ন অনুরাগের

নির্মমতার প্রতীক মমতা, বাংলায় ভয়ের বাতাবরণে মহিলারা। পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ তুলে এ দিন তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর।

Advertisement
মালদা-পাঁচলায় নারী নির্যাতনের ঘটনায় মূক কেন বিরোধীরা? প্রশ্ন অনুরাগেরঅনুরাগের নিশানায় মমতা।
হাইলাইটস
  • বিরোধী শাসিত রাজ্য়গুলির নারী নির্যাতন নিয়ে সরব বিজেপি।
  • পাঁচলা ও মালদার ঘটনা তুলল বিজেপি।

মণিপুরের পাল্টা এবার বিরোধী শাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল বিজেপি। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বাংলার পাঁচলার ঘটনা নিয়ে সরব হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় ও সুকান্ত মজুমদার। শনিবার ইন্ডিয়া জোটের নেতানেত্রীদের নিশানা করলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। রাজস্থান, বিহার ও পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের ঘটনার কথা তুলে ধরলেন। তাঁর কথায়,'রাজনৈতিক চশম দিয়ে নারী নির্যাতনের ঘটনা দেখা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদের দায়িত্ব থেকে পালাতে পারেন না। নির্মমতার প্রতীক মমতা।' 
 
পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ তুলে এ দিন তৃণমূলকে নিশানা করেছেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। তিনি বলেন,'বাংলা পিছিয়ে নেই। ব্যালটের চেয়ে বেশি বোমা পড়েছে সে রাজ্যে। খুন হয়েছেন বহু মানুষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হৃদয়ে কি মমতা আছে? হাওড়ার পাঁচলায় মহিলাকে নির্যাতন করা হয়েছে। দুই মহিলাকে মারধর করে অর্ধনগ্ন করা হয়েছে মালদায়। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? কোথায় তদন্ত? মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বাড়ছে।'

বাংলার হিংসা নিয়ে কেন বিরোধী জোটের নেতানেত্রীরা মুখ খুলছেন না সেই প্রশ্ন তুলেছেন অনুরাগ। তাঁর কথায়,'এই জোটের নেতানেত্রীরা মূক কেন! বাংলার মহিলাদের অবস্থা নিয়ে মুখে সেলাই প্রিয়াঙ্কা গান্ধীর। কোথায় গেলেন মোমবাতি মার্চের লোকেরা? কোথায় বাক স্বাধীনতার দাবি করা লোকেরা?' 

বাংলার একাধিক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন,'বাংলায় গিয়েছিলেন বিজেপির মহিলা প্রতিনিধিরা। তাঁরা নিজেদের অভিজ্ঞতায় দেখেছেন, ভয়ের বাতাবরণে থাকছেন পশ্চিমবঙ্গের মহিলারা। বাংলাকে কী বানিয়ে দিয়েছেন মমতা!' তিনি যোগ করেন,'স্বাধীনতা ও স্বাধীনতার পর বাংলা থেকে বহু মনীষী এসেছেন। সেই বাংলার আজ লজ্জাজনক অবস্থা! হিংসা ও মহিলাদের উপর নির্যাতন বাড়ছে। অপরাধীদেরই সুরক্ষা দেওয়া হচ্ছে।' 

রাজস্থান ও বিহারের নারী ঘটিত অপরাধ নিয়েও বিরোধীদের আক্রমণ শানিয়েছেন অনুরাগ। তিনি বলেন, 'বেগুসরাইয়ে ঘটনায় নীরব নীতীশ কুমার ও তেজস্বী যাদব। রাজনৈতিক চশম দিয়ে নারী নির্যাতনের ঘটনা দেখা হচ্ছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের কথা বলায় মন্ত্রীকেই বরখাস্ত করেছেন অশোক গেহলট। কারণ তিনি বলেছেন, রাজ্যে মহিলাদের সঙ্গে যা ঘটছে তা ঠিক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বলেছেন,মহিলাদের বিরুদ্ধে অপরাধে কঠোর হাতে ব্যবস্থা নিতে হবে রাজ্যগুলি। অথচ অশোক গেহলট রাহুল-সনিয়ার কথা শুনে মন্ত্রীকেই বরখাস্ত করেছেন।'

Advertisement

POST A COMMENT
Advertisement