scorecardresearch
 

Madhya Pradesh Vote: মধ্যপ্রদেশে সংখ্য়াগরিষ্ঠতা বিজেপির, পিছিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ

Madhya Pradesh Assembly Election Result Updates: মধ্যপ্রদেশে ক্ষমতার দখল কার? আজ তারই চূড়ান্ত সিদ্ধান্তের দিন। সকাল ৮টা থেকেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস ও বিজেপির। একদিকে কংগ্রেসের কাছে ক্ষমতায় ফিরে আসার চ্যালেঞ্জ। অন্যদিকে বিজেপিরও সরকার গঠনের লড়াই। ১৭ নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০টি আসনে ভোটগ্রহণ হয়েছিল।

Advertisement
মধ্যপ্রদেশে পিছিয়ে কমলনাথ মধ্যপ্রদেশে পিছিয়ে কমলনাথ
হাইলাইটস
  • বর্তমানে ছিন্দওয়াড়া আসন থেকে বিজেপি প্রার্থী বিবেক বান্টি সাহু এগিয়ে রয়েছেন।
  • লেটেস্ট আপডেট অনুসারে ছিন্দওয়ারা বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী বিবেক বান্টি সাহু এগিয়ে রয়েছেন।
  • পিছিয়ে রয়েছেন কংগ্রেস শিবিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। 

Madhya Pradesh Assembly Election Result Updates: মধ্যপ্রদেশে ক্ষমতার দখল কার? আজ তারই চূড়ান্ত সিদ্ধান্তের দিন। সকাল ৮টা থেকেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস ও বিজেপির। একদিকে কংগ্রেসের কাছে ক্ষমতায় ফিরে আসার চ্যালেঞ্জ। অন্যদিকে বিজেপিরও সরকার গঠনের লড়াই। ১৭ নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০টি আসনে ভোটগ্রহণ হয়েছিল।

বর্তমানে ছিন্দওয়াড়া আসন থেকে বিজেপি প্রার্থী বিবেক বান্টি সাহু এগিয়ে রয়েছেন। লেটেস্ট আপডেট অনুসারে ছিন্দওয়ারা বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী বিবেক বান্টি সাহু এগিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছেন কংগ্রেস শিবিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। 

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের লেটেস্ট আপডেট অনুসারে মধ্যপ্রদেশে বিজেপি ১১টি আসন নিয়ে এগিয়ে রয়েছে। INC ১টি আসন পেয়েছে। 

আরও পড়ুন

এর পাশাপাশি, রাজস্থানেও এগিয়ে বিজেপি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী রাজস্থানে বর্তমানে আসন:

বিজেপি: ৩৪

কংগ্রেস: ২৮

বিএসপি: ২

আরএলডি: ১

এক্সিট পোল অনুসারে, মধ্যপ্রদেশে বিজেপি ১৪০ থেকে ১৬২টি আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস ৬৮ থেকে ৯০টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। আবারও শিবরাজ সরকারের প্রতি মধ্যপ্রদেশবাসীর আস্থা ফেরার সম্ভাবনা রয়েছে।   

TAGS:
Advertisement