BJP National President: নাড্ডার উত্তরসূরি নির্মলা? প্রথমবার মহিলা সভাপতি পেতে পারে BJP, জল্পনায় আর কারা?

জেপি নাড্ডার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হতে পারে মহিলা সভাপতি। এই প্রথম BJP-তে নেওয়া হতে পারে এই ঐতিহাসির সিদ্ধান্ত। দৌড়ে এগিয়ে রয়েছেন নির্মলা সীতারামন। আর কাদের নাম রয়েছে জল্পনায়?

Advertisement
 নাড্ডার উত্তরসূরি নির্মলা? প্রথমবার মহিলা সভাপতি পেতে পারে BJP, জল্পনায় আর কারা? BJP-র প্রথম মহিলা সভাপতি হওয়ার দৌড়ে কারা?
হাইলাইটস
  • BJP পেতে পারে প্রথম মহিলা সর্বভারতীয় সভাপতি
  • জেপি নাড্ডার বদলে আসতে পারেন নির্মলা সীতারামন
  • আর কারা রয়েছে সেই তালিকায়?

কে হবেন BJP-র পরবর্তী সর্বভারতীয় সভাপতি? এখনও অব্যাহত সাসপেন্স। তবে দলের অন্দরমহল সূত্রে খবর, ঐতিহাসিক এক বদল আসতে চলেছে গেরুয়া শিবিরে। প্রথমবার মহিলা সর্বভারতীয় সভাপতি পেতে পারে BJP। পার্টির অন্দরে বেশ কয়েকদিন ধরে এই নিয়ে আলোচনা চলছে এবং কয়েকজন প্রথম সারির নেত্রীর নাম নিয়ে কাটাছেঁড়াও হয়েছে। মহিলা ক্ষমতায়ন, সাংগঠনিক সমতা বজায় রাখা এবং আগামী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

নির্মলা সীতারামন, বনথী শ্রীনিবাসন এবং ডি পুরন্দেশ্বরীর নামে চর্চায় রয়েছে। 

নির্মলা সীতারামন: দেশের বর্তমান অর্থমন্ত্রীা নির্মলা সীতারামন BJP-র সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। সম্প্রতি বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সংগঠনের মহাসচিব বিএল সন্তোষের সঙ্গে BJP-র পার্টি হেডকোয়ার্টারে সাক্ষাৎ করেছেন নির্মলা সীতারামন। তিনি এই পদে বসলে পার্টি নানা ভাবে ফায়দা পাবে বলেই মনে করা হচ্ছে। তিনি পার্টির সর্বভারতীয় সভাপতি হলে দক্ষিণ ভারতে BJP-র শক্তি বাড়বে। মোদী সরকারের মহিলা ক্ষমতায়নের অ্যাজেন্ডাও বাড়তি গুরুত্ব পাবে। বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী এর আগে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বও সামলেছেন পাশাপাশি তাঁর সাংগঠনিক ক্ষেত্রেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। 

ডি পুরন্দেশ্বরী: অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে ডি পুরন্দেশ্বরীর স্থান তাৎপর্যপূর্ণ। তিনি সে রাজ্যের সাংসদ। অন্ধ্রের BJP সভাপতি পদও সামলেছেন তিনি। সুষমা স্বরাজের মতো প্রভাবশালী বক্তা মনে করা হয় তাঁকে। তেলুগু, তামিল, হিন্দি, ইংরেজি, ফরাসি ভাষায় দক্ষতা রয়েছে তাঁর। বিদেশের মাটিতেও দল তথা মোদী সরকারের বহুল প্রশংসা করে চর্চিত হয়েছেন। দক্ষিণ ভারতে BJP-র বড় মুখ ডি পুরন্দেশ্বরী। 

বনথী শ্রীনিবাসন: সুপ্রতিষ্ঠিত আইনজীবী থেকে রাজনীতিবিদ হয়েছেন বনথী শ্রীনিবাসন। বর্তমানে তিনি তামিলনাড়ু বিধানসভায় কোয়েম্বাটুর দক্ষিণ কেন্দ্র থেকে BJP-র বিধায়ক। তাঁর রাজনৈতিক সফর ১৯৯৩ সালে BJP-র হাত ধরে শুয়ে হয়েছিল। লাগাতার পার্টির সংগঠন সামলেছেন তিনি। বনথী তামিলনাড়ু BJP-তে রাজ্য সচিব (২০১৩-১৪), মহাসচিব (২০১৪-২০) এবং রাজ্য উপাধ্যক্ষ (২০২০) পদ সামলেছেন। অক্টোবর ২০২০-তে বনথীকে BJP-র মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি নিযুক্ত করা হয়েছিল। ২০২২ সালে তিনি দলের কেন্দ্রীয় নির্বাচকমণ্ডলীর সদস্য হন। তিনিই প্রথম মহিলা হিসেবে এই সংগঠনের সদস্য হন। মহিলা ক্ষমতায়ন, সংগঠন মজবুত করা এবং বিধানমণ্ডলে তিনি সক্রিয়া ভূমিকা পালন করেন। কেন্দ্রীয় স্তরেও তাঁর নিজস্ব পরিচিত রয়েছে।

Advertisement

মহিলা সভাপতি চাইছে RSS-ও? 
সূত্রের খবর, মহিলা নেতৃত্ব চাইছে RSS-ও। সাম্প্রতিক কালে BJP-র মহিলা সমর্থকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির মতো রাজ্যে বিধানসভা ভোটে মহিলা সমর্থন বেশি ছিল। ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেও ফলত মহিলা সভাপতি নির্বাচিত করতে পারে গেরুয়া শিবির।

 

 

POST A COMMENT
Advertisement