Giriraj Singh: 'রাতে ওয়েনাডে বসে গুজব ছড়াচ্ছেন', ED-মন্তব্যে রাহুলকে পাল্টা নিশানা গিরিরাজের

'চক্রব্যূহ' মন্তব্য করার জন্য ইডি বাড়িতে হানা দিতে পারে, আশঙ্কাপ্রকাশ করেন সাংসদ-বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমন আশঙ্কার কথা জানান তিনি। পাল্টা রাহুলকে নিশানা করেন বিজেপির সাংসদ গিরিরাজ সিং। বলেন, "রাহুল গান্ধী ওয়েনাড থেকে গুজব ছড়ান। মিথ্যে আখ্যান এবং মিথ্যের চাষ করছেন। রাহুল গান্ধী হতাশাগ্রস্, এ কারণেই এই মিথ্যে গুজব ছড়ানো হয়েছে।

Advertisement
'রাতে ওয়েনাডে বসে গুজব ছড়াচ্ছেন', ED-মন্তব্যে রাহুলকে পাল্টা নিশানা গিরিরাজেরগিরিরাজ সিং-রাহুল গান্ধী

'চক্রব্যূহ' মন্তব্য করার জন্য ইডি বাড়িতে হানা দিতে পারে, আশঙ্কাপ্রকাশ করেন সাংসদ-বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমন আশঙ্কার কথা জানান তিনি। পাল্টা রাহুলকে নিশানা করেন বিজেপির সাংসদ গিরিরাজ সিং। বলেন, "রাহুল গান্ধী ওয়েনাড থেকে গুজব ছড়ান। মিথ্যে আখ্যান এবং মিথ্যের চাষ করছেন। আসলে রাহুল গান্ধী হতাশাগ্রস্ত, এ কারণেই এই মিথ্যে গুজব ছড়ানো হয়েছে। বিরোধী দলের এই নেতার চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। রাহুল গান্ধী নিজের জাত প্রকাশের ভয়ে এমন মন্তব্য করছেন।"

রাহুল গান্ধীর 'চক্রব্যূহ' মন্ত্যের পর থেকেই রাজনীতিতে চর্চায় তিনি। রাহুলের সমর্থনে বিবৃতি দিতে গিয়ে সরকারকে নিশানা করেছেন শিবসেনার (ইউবিটি) দুই নেতা। সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, "যে যে সরকারের বিরুদ্ধে কথা বলে, সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যে কোনও কিছুই হতে পারে। রাহুল গান্ধীর ওপরও হামলা হতে পারে। বিদেশে ষড়যন্ত্র চলছে। সরকার রাহুল গান্ধীকে ভয় পায়। গুন্ডাদের সহায়তায় বিরোধী নেতাদের ওপর হামলা করা যেতে পারে।"

সংসদে নোটিশ দেন মানিকম ঠাকুর
রাহুল গান্ধীর ট্যুইটের পর কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুরও এজেন্সির অপব্যবহার নিয়ে লোকসভায় আলোচনার জন্য সংসদে নোটিশ দিয়েছেন। প্রকৃতপক্ষে, লোকসভার বিরোধী দলের নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুক্রবার দাবি করেছেন,সংসদে তাঁর 'চক্রব্যূহ' বক্তৃতার পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালানোর পরিকল্পনা করছে। কংগ্রেস সাংসদ দাবি করেছেন, ইডি-র 'অভ্যন্তরীণ ব্যক্তিরা' তাঁকে এই বিষয়ে জানিয়েছেন।

কী লেখেন রাহুল?
ট্যুইটারে একটি পোস্ট করে রাহুল গান্ধী বলেছেন, 'আপাতদৃষ্টিতে, ১-এর মধ্যে ২ জন আমার চক্রব্যূহ বক্তৃতা পছন্দ করেননি। ইডির 'অভ্যন্তরীণ ব্যক্তিরা' আমাকে বলেছিলেন অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। আমি আমার দিক থেকে হাত খুলে রেখেছি, চা এবং বিস্কুট নিয়ে ইডি-র জন্য অপেক্ষা করছি।"

বস্তুত, ২৯ জুলাই লোকসভায় কেন্দ্রীয় বাজেট ২০২৪ নিয়ে তর্ক-বিতর্কের সময় রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন। বাজেটে দেশের কৃষক, শ্রমিক ও যুবকরা আতঙ্কিত বলে মন্তব্য করেন। তিনি পদ্মের প্রতীককে বিশিষ্টভাবে প্রদর্শনের জন্য প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করেন এবং দাবি করেন একুশ শতকে একটি নতুন 'চক্রব্যূহ' তৈরি হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement