Lok Sabha Security Breach: কেন দু'জনকে সংসদের পাস ইস্যু করেছিলেন? BJP সাংসদ বলছেন...

সাগর শর্মা ও মনোরঞ্জন, দুই ব্যক্তি রং বোমা নিয়ে গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপায়। সাংসদরা দুজনকেই ধরে ফেলেন। তখন হলুদ রঙের গ্যাস ছুড়ছিল দুজনেই। সংসদের বাইরেও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারাও একই রকম ভাবে হলুদ গ্যাস ছুড়ছিল। তাদের নাম আমল ও নীলম।

Advertisement
কেন দু'জনকে সংসদের পাস ইস্যু করেছিলেন? BJP সাংসদ বলছেন...বিজেপি সাংসদ প্রতাপ সিমহা
হাইলাইটস
  • স্পিকারের সঙ্গে দেখা করার অছিলা
  • বিজেপি সাংসদ প্রতাপের পাস নিয়েই সংসদে প্রবেশ 
  • সংসদে কী ভাবে ভিজিটর পাস ইস্যু করা হয়?

সংসদে নিরাপত্তা লঙ্ঘন ও হাঙ্গামার ঘটনায় জানা গিয়েছে বিজেপি সাংসদ প্রতাপ সিমহার পাসেই ঢুকেছিল দুই ব্যক্তি। সূত্রের খবর, বিজেপি সাংসদ তদন্তকারী অফিসারদের জানিয়েছেন, স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অন্যতম অভিযুক্ত সাগর শর্মার বাবা। সাগর তাঁরই লোকসভা এলাকা মহীসূরের বাসিন্দা। 

স্পিকারের সঙ্গে দেখা করার অছিলা

তদন্তকারীদের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা জানিয়েছেন, সাগর তাঁকে অনুরোধ করেছিল, নতুন সংসদভবন দেখতে চায় ও স্পিকারের সঙ্গে দেখা করতে চায়। সেই অনুরোধে সাড়া দিয়েই প্রতাপ পাস দিয়েছিলেন। পাস ইস্যু করেছিলেন প্রতাপের আপ্ত সহায়ক। এর বেশি তিনি কিছু জানেন না বলেই স্পিকারকে জানিয়েছেন প্রতাপ।

সাগর শর্মা ও মনোরঞ্জন, দুই ব্যক্তি রং বোমা নিয়ে গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপায়। সাংসদরা দুজনকেই ধরে ফেলেন। তখন হলুদ রঙের গ্যাস ছুড়ছিল দুজনেই। সংসদের বাইরেও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারাও একই রকম ভাবে হলুদ গ্যাস ছুড়ছিল। তাদের নাম আমল ও নীলম।

বিজেপি সাংসদ প্রতাপের পাস নিয়েই সংসদে প্রবেশ 

অন্যদিকে বিজেপি সাংসদ প্রতাপ সিমহার পাসে সংসদে দুই ব্যক্তি ঢোকার ঘটনা প্রকাশ্যে আসতেই মহীসূরে প্রতাপের অফিসের সামনে তীব্র বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতাপের ছবি দিয়ে নিশানাও করেছে কংগ্রেস। 

সংসদে কী ভাবে ভিজিটর পাস ইস্যু করা হয়?

যদি কেউ সংসদ ভবন দেখতে চান, তাহলে তাঁকে প্রথমে তাঁর লোকসভা এলাকার সাংসদকে অনুরোধ জানাতে হবে। সাধারণত, কোনও সাংসদ কোনও ব্যক্তিকে সংসদ ভবনে ঢোকার পাস দিলে, সংশ্লিষ্ট ব্যক্তির সিকিউরিটি চেক করা হয়। চেক করা হয় পরিচয়পত্রও। 

সেক্ষেত্রে প্রতাপ সিমহার পাস নিয়ে সাগররা কীভাবে স্কোম বোমা নিয়ে সংসদে ঢুকল, তা নিয়ে একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে। 

POST A COMMENT
Advertisement