MOTN: আজ ভোট হলে এককভাবেই সরকার গঠন করবে BJP, কত আসন পাবে?

ইন্ডিয়া টুডে এবং সি-ভোটারের 'মুড অফ দ্য নেশন' সার্ভে রিপোর্টে চমকপ্রদ ফলাফল। আজই লোকসভা নির্বাচন হলে BJP নেতৃত্বাধীন BJP জোট কতগুলি আসন পেতে পারে? রইল বিস্তারিত...

Advertisement
আজ ভোট হলে এককভাবেই সরকার গঠন করবে BJP, কত আসন পাবে?ফাইল ফটো
হাইলাইটস
  • ছাব্বিশেও অটুট মোদী ম্যাজিক
  • আজ লোকসভা ভোট হলে BJP কত আসন পাবে?
  • 'মুড অফ দ্য নেশন' সমীক্ষা রিপোর্ট জানুন

২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে NDA। এরপর ২০২৫ সালেও নির্বাচনী রাজনীতিতে BJP নেতৃত্বাধীন এই জোট নিজেদের আধিপত্য বজায় রাখে একাধিক রাজ্যে। দিল্লি ও বিহারে জয়ের মাধ্যমে সেই প্রবণতা স্পষ্ট হয়। ২০২৬ সালও শুরু হয়েছে অনেকটা সেভাবেই। বৃহন্মুম্বই পুরসভা (BMC) এবং মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনে নির্ণায়ক জয় পেয়েছে NDA। 

এবার ইন্ডিয়া টুডে-সি ভোটার 'মুড অফ দ্য নেশন' সমীক্ষায় দেখা যাচ্ছে, যদি আজ অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে BJP নেতৃত্বাধীন NDA ৩৫২ আসনে জয়ী হতে পারে। এককভাবে সরকার গঠন করে নিতে পারবে BJP। 

যদিও ২০২৪ সালের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া '৪০০ পার' স্লোগানের তুলনায় এই সংখ্যা কম। তবুও সমীক্ষার ফলাফল স্পষ্ট ভাবে দেখাচ্ছে, ভোটারদের আস্থা এখনও BJP নেতৃত্বাধীন NDA-র উপরই অটুট রয়েছে। 

অন্যদিকে, কংগ্রেস-নেতৃত্বাধীন ইন্ডিয়া (INDIA) জোট, যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজেদের শক্তির তুলনায় ভাল ফল করে ২৩৪টি আসন জিতেছিল, আজ যদি লোকসভা নির্বাচন হয় তবে তাদের আসনসংখ্যা নেমে আসতে পারে ১৮২-এ। এটি ২০২৫ সালের অগস্টে প্রকাশিত 'মুড অফ দ্য নেশন' সমীক্ষায় পূর্বাভাস দেওয়া ২০৮টি আসনের তুলনায় বড় পরিবর্তন। 

এই পরিসংখ্যানগুলি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মরসুমের আগে BJP নেতৃত্বাধীন NDA সরকারের বড় মনোবল বৃদ্ধির কারণ হবে। ২০২৬ সালে পাঁচটি রাজ্যে—পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরিতে নির্বাচন রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরলে BJP এখনও পর্যন্ত কখনও ক্ষমতায় আসেনি, ফলে এই রাজ্যগুলিকে ঘিরে লড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

‘মুড অব দ্য নেশন’ সমীক্ষা কী বলছে?

দলভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, জানুয়ারি ২০২৬-এর MOTN সমীক্ষা অনুযায়ী আজ যদি লোকসভা নির্বাচন হয়, তবে BJP এককভাবে ২৮৭টি আসন জিতে সরকার গঠন করতে পারবে। উল্লেখ্য, ২০২৫ সালের অগস্টের MOTN সমীক্ষায় BJP-র জন্য ২৬০টি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

Advertisement

সমীক্ষা আরও জানাচ্ছে, প্রতিকূল পরিস্থিতিকে সুযোগে পরিণত করার ক্ষমতার জন্য পরিচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও ৫৭ শতাংশ পাচ্ছেন। যদিও এটি ২০২৫ সালের অগস্টে পাওয়া ৫৮ শতাংশের তুলনায় সামান্য কম।

স্থিতিশীল নেতৃত্ব এবং ‘ব্র্যান্ড মোদি’-র প্রতি আস্থা NDA-কে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে রেখেছে বলেই মনে করা হচ্ছে। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক প্রতিক্রিয়া, ডোনাল্ড ট্রাম্পের কড়া শুল্ক ও বাণিজ্য চাপের কাছে নতি স্বীকার না করা, এবং একই সঙ্গে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সই—এই সবকিছুই দেশে ও বিদেশে মোদির ভাবমূর্তি আরও শক্তিশালী করেছে।

কংগ্রেসের ক্ষেত্রে, MOTN সমীক্ষা জানাচ্ছে যে দলটি পেতে পারে মাত্র ৮০টি আসন, যা ২০২৫ সালের অগস্টে পূর্বাভাস দেওয়া ৯৭টি আসনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এই সংখ্যাগুলি ইঙ্গিত দিচ্ছে যে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের ‘ভোট চুরি’ অভিযোগ জনসাধারণের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি।

ভোটের শতাংশের নিরিখে, আজ নির্বাচন হলে NDA-র ভোট শেয়ার বেড়ে হতে পারে ৪৭ শতাংশ, যা ২০২৫ সালের অগস্টে অনুমান করা ৪৬.৭ শতাংশের তুলনায় সামান্য বেশি। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে NDA পেয়েছিল ৪৪ শতাংশ ভোট। অন্যদিকে, ইন্ডিয়া জোটের ভোট শেয়ার নেমে আসতে পারে ৩৯ শতাংশে, যা অগস্টের সমীক্ষায় পূর্বাভাস দেওয়া ৪০.৯ শতাংশের তুলনায় কম।

 

 

 

POST A COMMENT
Advertisement