scorecardresearch
 

PM Modi Jammu Kashmir Visit : প্রধানমন্ত্রীর সফরের আগেই জম্মুতে বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ

জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য ২০ হাজার কোটি টাকার প্রকল্প চালু করারও কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূচনা করবেন অমৃত সরোবর প্রকল্পর। একইসঙ্গে ৩ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বানিহাল কাজিগন্ড রোড টানেলেরও উদ্বোধন করবেন মোদী। এছাড়া ৫০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন এবং চেনাব নদীর ওপরে ৫,৩০০ কোটি টাকা ব্যয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি। 

Advertisement
নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • প্রধানমন্ত্রীর জম্মুকাশ্মীর সফর
  • সভাস্থল থেকে ১২ কিমি দূরে বিস্ফোরণ
  • বিস্ফোরণের কারণ এখনও অজানা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগেই বিস্ফোরণ জম্মুতে। সূত্রের খবর, জম্মুর লালিয়ানা গ্রামে ঘটেছে বিস্ফোরণ। প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত ওই জায়গাটি। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

২০১৯ সালে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথম জম্মুকাশ্মীর সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই জম্মুকাশ্মীর সফর বলে জানা গিয়েছে। সাম্বা জেলায় আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। 

একইসঙ্গে এদিন জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য ২০ হাজার কোটি টাকার প্রকল্প চালু করারও কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূচনা করবেন অমৃত সরোবর প্রকল্পর। একইসঙ্গে ৩ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বানিহাল কাজিগন্ড রোড টানেলেরও উদ্বোধন করবেন মোদী। এছাড়া ৫০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন এবং চেনাব নদীর ওপরে ৫,৩০০ কোটি টাকা ব্যয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি। 

এজিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গোটা উরত্যকা জুড়ে। শনিবারও ২ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। নিহত দুই জঙ্গি জৈইশ ই মহম্মদের সদস্য এবং পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ২ একে রাইফেল, ৭টি একে ম্যাগাজিন, ৯টি গ্রেনেডসহ আরও অস্ত্র উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে গোটা এলাকাজুড়ে তল্লাশিও চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।

 

Advertisement