গত ৩ দিনে এক ডজন বিমানে বোমা হামলার হুমকির খবর সামনে এসেছে। যা নিয়ে আলোড়ন পড়েছে। যদিও তদন্তে সব হুমকি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। কিন্তু একের পর এক হুমকি নিয়ে বিচলিত সরকার। তাদের তরফে কঠোর পদক্ষেপের করার কথা ভাবা হচ্ছে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রক MoCA এবং BCAS এর সঙ্গে জাল বোমা হামলার হুমকি নিয়ে বৈঠক করেছে।
সরকারি সূত্রে খবর, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখা হচ্ছে। যে বা যারা হুমকি দিয়েছে তাদের 'নো-ফ্লাই তালিকা'-র অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবারও দুটি ফ্লাইট (আকাসা এয়ার এবং ইন্ডিগো) বোমা হামলার হুমকি পেয়েছিল। যা পরে জাল বলে প্রমাণিত হয়। গত তিন দিনে এটি ১২ তম ঘটনা। এর আগে, সোশ্যাল মিডিয়ায় জাল বোমার হুমকি পাওয়ার পর মুম্বই থেকে দিল্লি যাওয়ার একটি ইন্ডিগো ফ্লাইটকে আমেদাবাদে ঘুরিয়ে দেওয়া হয়। সেই ফ্লাইটে মঙ্গলবার রাতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন।
বোমা হামলার হুমকি পেয়ে আজ বেঙ্গালুরুগামী আকাশা এয়ারকে দিল্লিতে ফিরতে হয়েছে। QP1335, ১৮৪ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে যাত্রা করে এবং দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। পরে এই হুমকিও ভুয়ো বলে প্রমাণিত হয়। এক বিবৃতিতে আকাসা এয়ার জানায়, বিমানটি অবতরণের পর যাত্রীদের নিরাপদে নামানো হয়।
এর আগে মঙ্গলবার ৭টি ফ্লাইটে বোমার হুমকি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে দিল্লি-শিকাগো এয়ার ইন্ডিয়া ফ্লাইট, জয়পুর-বেঙ্গালুরু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, দাম্মাম-লখনউ ইন্ডিগো ফ্লাইট, দারভাঙ্গা-মুম্বাই স্পাইসজেট ফ্লাইট, শিলিগুড়ি-বেঙ্গালুরু আকাশ এয়ার ফ্লাইট এবং সোমবার দুটি ইন্ডিগো ফ্লাইট এবং একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটও একই ধরনের মিথ্যা হুমকি পেয়েছিল।