আবার বাসে আগুন, অগ্নিদগ্ধ হয়ে অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা!দূরপাল্লার বাসে আগুন লেগে অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কাল্লুর মণ্ডলের চিন্নাতেকুর এলাকায়। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী কাবেরী ট্রাভেলসের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটি ছাই হয়ে যায়। প্রাথমিক তথ্য অনুসারে, হাইওয়েতে বাসটির সঙ্গে একটি দু'চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। যার ফলে বাসে আগুন লেগে যায়।
আগুনে পুড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক যাত্রী বেরিয়ে আসতে পারেন। আহতদের সকলকে চিকিৎসার জন্য কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেছে। দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে। দুর্ঘটনার ফলে জাতীয়সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। বাসে মোট কতজন যাত্রী ছিল তা জানার চেষ্টা করছে।
ঘটনার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। সরকারি কর্তারা জানিয়েছেন যে তদন্ত এবং ডিএনএ রিপোর্টের পরেই মৃতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে। এই দুর্ঘটনা আবারও দূরপাল্লার বেসরকারি বাসে যাত্রী নিরাপত্তা মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল।
বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডের খবরে আমি মর্মাহত। যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন সেই সমস্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। সরকারি কর্তৃপক্ষ আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সাহায্য করবে।'