Woman killed by boyfriend: প্রেমিকাকে সন্দেহের বশে খুন, আটমাস পর খনিতে উদ্ধার পচাগলা দেহ

ওড়িশার ভুবনেশ্বরে ২২ বছর বয়সী তত্ত্বাবধায়ক নিরুপমা পারিদার (মিতা) আট মাস নিখোঁজ ছিলেন। শুক্রবার কলিঙ্গ মুন্ডিয়া এলাকার একটি খনিতে তার পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের প্রেমিক দেবাশিস বিসোইকে গ্রেফতার করা হয়েছে। প্রেমিকা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেই কারণেই খুন। স্বীকার করেছে সে।

Advertisement
প্রেমিকাকে সন্দেহের বশে খুন, আটমাস পর খনিতে উদ্ধার পচাগলা দেহ
হাইলাইটস
  • ওড়িশার ভুবনেশ্বরে ২২ বছর বয়সী তত্ত্বাবধায়ক নিরুপমা পারিদার (মিতা) আট মাস নিখোঁজ ছিলেন।
  • শুক্রবার কলিঙ্গ মুন্ডিয়া এলাকার একটি খনিতে তার পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওড়িশার ভুবনেশ্বরে ২২ বছর বয়সী তত্ত্বাবধায়ক নিরুপমা পারিদার (মিতা) আট মাস নিখোঁজ ছিলেন। শুক্রবার কলিঙ্গ মুন্ডিয়া এলাকার একটি খনিতে তার পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের প্রেমিক দেবাশিস বিসোইকে গ্রেফতার করা হয়েছে। প্রেমিকা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেই কারণেই খুন। স্বীকার করেছে সে।

নিরুপমা ২৪ জানুয়ারি তার পরিবারকে জানান যে তিনি রণপুর যাচ্ছেন, কিন্তু সেখানে পৌঁছননি। পরিবার ২৭ জানুয়ারি তাঁর নিখোঁজ হওয়ার খবর দেয়। প্রাথমিক তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় পরিবার উচ্চ কর্তৃপক্ষের কাছে বিচারের আবেদন করে। পুলিশ পরে তাঁর মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল প্রমাণ খুঁজে পায়, যা তার নিখোঁজ হওয়ার পরেও চালু ছিল।

পুলিশ দেবাশিস বিসোইকে গ্রেফতার করে, যিনি নিরুপমার সঙ্গে সম্পর্কের অভিযোগে ছিলেন। সে স্বীকার করে যে, নিরুপমাকে খুনের পর তার মোবাইল ফোন ব্যবহার করেছে সে। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে। পুলিশ অপরাধে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে এবং আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিরুপমার বাবা ও ভাই তার কঙ্কালের দেহাবশেষ শনাক্ত করেছেন এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তি দাবি করেছেন। স্থানীয় সম্প্রদায় এই ঘটনায় শোকাহত এবং ব্যক্তিগত সম্পর্কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

পুলিশ কমিশনার জানিয়েছেন, 'মৃত এবং অভিযুক্ত দুজনেই একসঙ্গে ঘটনাস্থলে গিয়েছিল। যখন তিনি একা ছিলেন, সেই পরিস্থিতির সুযোগ নিয়ে, অভিযুক্ত তাঁকে হত্যা করে এবং পরিত্যক্ত খনিতে দেহ ফেলে দেয়।'

 

POST A COMMENT
Advertisement