
ব্রাহ্মণরা চারটি সন্তান নিলেই ১ লক্ষ টাকা পুরস্কার, প্রস্তাব মধ্যপ্রদেশ সরকারের পরশুরাম কল্যাণ বোর্ডের প্রধান পণ্ডিত বিষ্ণু রাজোরিয়ার। তিনি বলেন, 'ব্রাহ্মণ দম্পতিদের চারটি সন্তান নেওয়ার জন্য পরিবার পিছু ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।' রবিবার ইন্দোরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তাঁর কথায়, 'সনাতন ধর্ম রক্ষার জন্য ব্রাহ্মণ দম্পতিদের চার সন্তান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
বিষ্ণু রাজোরিয়া আরও জানান, এটি তাঁর ব্যক্তিগত প্রস্তাব। ব্রাহ্মণ দম্পতিরাই নিজেদের সন্তানদের লালনপালনের সমস্ত দায়িত্ব নেবেন। সেক্ষেত্রে যদিও সরকারের আর কোনও বাড়তি সুবিধার প্রস্তাব দেননি।
ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষ্ণু রাজোরিয়া বলেন, 'ব্রাহ্মণ দম্পতিদের জন্য চার সন্তান নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সনাতন ধর্ম রক্ষার জন্য খুব প্রয়োজন। পরশুরাম কল্যাণ বোর্ডের প্রধান হিসেবে আমি ব্যক্তিগতভাবে এই আবেদন জানিয়েছি।'
বিষ্ণু রাজোরিয়া বলেন, 'সনাতন ধর্ম রক্ষার জন্য বেশি সন্তান থাকা জরুরি। এর মাধ্যমে এক সন্তান পরিবারের দায়িত্ব নেবে, আরেকজন আয় করবে এবং ধর্মীয় 'মোক্ষ' অর্জনের পথ প্রশস্ত করবে।'
তিনি আরও বলেন, 'ভারতে সম্পদের অভাব নেই। দেশ দিন দিন উন্নতির পথে এগোচ্ছে। আমাদের সরকার দেশের উন্নতির জন্য কাজ করছে।'
রাজোরিয়া দাবি করেন যে, ব্রাহ্মণ সম্প্রদায় তাঁর প্রস্তাবকে সমর্থন করেছে এবং বোর্ড শীঘ্রই এই বিষয়ে কাজ শুরু করবে। তিনি আরও বলেন, 'দারিদ্র্য ও মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তার কিছু নেই। সম্প্রতি ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছে। আমরা একটি শক্তিশালী দেশ গড়ছি, তাই সনাতন ধর্মকে আরও মজবুত করতে হবে।'
এই বিষয়ে বিষ্ণু রাজোরিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমাদের দেশ যখন স্বাধীনতা লাভ করেনি, সেই সময়ে পোশাক এবং খাবারের পর্যাপ্ত জোগান ছিল না। কিন্তু ঈশ্বরের কৃপায় এখন প্রত্যেকের কাছে খাবার, জল এবং পোশাকের ব্যবস্থা রয়েছে।'
তাঁর এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিষ্ণু রাজোরিয়ার মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে।