মুখ খুললেন সেই ব্রাজিলিয়ান মডেল হরিয়ানার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে এক ব্রাজিলিয়ান মডেলের ছবি দেখিয়েছেন রাহুল গান্ধী। বুধবারের সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, ২২ বার ওই মডেলের নামে তৈরি ভোটার কার্ড দিয়ে ভোট দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর সেই অভিযোগ নিয়ে জোর চর্চা দেশজুড়ে। তার মধ্যেই এল আরও বড় চমক। মুখ খুললেন খোদ সেই ব্রাজিলিয়ান মডেল।
মডেলের প্রতিক্রিয়া
জানা গিয়েছে, রাহুল গান্ধীর দেখানো সেই ব্রাজিলিয়ান মডেলের নাম ল্যারিসা। তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন, অনেক আগে যখন তিনি মডেলিং করতেন তখন এই ছবি তোলা হয়েছিল। ছবিটি অনেক পুরনো। বর্তমানে তিনি আর মডেলিং করেন না বলেও দাবি ল্যারিসার। তাঁর কথায়, 'ভারতের রাজনীতির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। স্টক ইমেজ প্ল্য়াটফর্ম থেকে আমার ছবিটি কেনা হয়েছে। এতে আমার কোনও যোগ নেই। আমি কখনও ভারতে যাইনি।' একটি ভিডিও বার্তা দিয়ে তিনি বলেন, 'আমি ব্রাজিলের একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং হেয়ার ড্রেসার। আমি ভারতীয়দের ভালোবাসি।'
ল্যারিসা আরও জানিয়েছেন, রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পর থেকে তাঁর ইনস্টাগ্রাম মেসেজে ভরে গিয়েছে। বিশেষত ভারতীয়দের থেকে মেসেজ পাচ্ছেন তিনি। সকলেই তাঁর আসল পরিচয় জানতে চাইছেন। ল্যারিসার কথায়, 'ভারতীয় ফলোয়ারদের স্বাগত জানাচ্ছি। আমার ইনস্টাগ্রামে স্বাগত। আমি অনেক ভারতীয় ফলোয়ার পেলাম। সকলেই আমার ছবিতে কমেন্ট করছেন। সকলেই জানতে চাইছেন আমি ভারতে ভোট দিতে গিয়েছিলাম কি না। স্পষ্ট করে জানাতে চাই, ওটা আমি নই, আমার ছবি ব্যবহার করা হয়েছে মাত্র। তবে সকলে আমার খোঁজ নিচ্ছেন, আমি আপ্লুত। আমি আপনাদের ভাষা জানি না। তবে অনুবাদ করে মিডিয়া রিপোর্ট পড়েছি। আমায় তো ভারতীয়দের মতো দেখতেও নয়। আমার মনে হয় আমি অনেকটা মেক্সিকানদের মতো।'
ভারতীয় সাংবাদিকরাও তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন ল্যারিসা। তিনি বলেন, 'একগুচ্ছ ভারতীয় সাংবাদিক আমায় খুঁজছেন। ইন্টারভিউ চাইছেন। আমি তাঁদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বলেছি, আমিই সেই রহস্যময়ী ব্রাজিলিয়ান মডেল। তবে এখন আমি আর মডেলিং করি না। এবার বোধহয় আমায় ভারতের ভাষা শিখতে হবে। আমি শুধু নমস্তে বলতে জানি। এখনও আর কোনও শব্দ শিখিনি। পরের ভিডিওতে ব্যবহার করব। তারপর ভারতে আরও জনপ্রিয় হয়ে যাব।'