ভারতে হঠাৎ নামল ব্রিটিশ F-35 যুদ্ধবিমান, আচমকা কী এমন হল?

যে যুদ্ধবিমানটি কেরলে জরুরি অবতরণ করে সেটি হল F-35B লাইটনিং II। শনিবার রাতে ভারত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় জ্বালানি সঙ্কটে পড়ে বিমানটি। এরপর রাত ৯.৩০ মিনিটে কেরলের ত্রিভান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

Advertisement
ভারতে হঠাৎ নামল ব্রিটিশ F-35 যুদ্ধবিমান, আচমকা কী এমন হল?ভারতে হঠাৎ নামল ব্রিটিশ F-35 যুদ্ধবিমান, আচমকা কী এমন হল?
হাইলাইটস
  • যে যুদ্ধবিমানটি কেরলে জরুরি অবতরণ করে সেটি হল F-35B লাইটনিং II
  • শনিবার রাতে ভারত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় জ্বালানি সঙ্কটে পড়ে বিমানটি

ভারতে জরুরি অবতরণ করল ব্রিটেনের একটি যুদ্ধবিমান। শনিবার রাতে ত্রিভান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। জানা গিয়েছে, ওই যুদ্ধবিমান জ্বালানি সঙ্কটে পড়েছিল। পাইলট এরপর ভারতে জরুরি অবতরণের আবেদন করেন। আবেদন গ্রাহ্য হতেই নিরাপদেই বিমানটি অবতরণ করে। ব্রিটিশ প্রশাসন এখন কেন্দ্রীয় সরকারের কাছে যুদ্ধবিমানে জ্বালানি ভরার জন্য অনুমতি চেয়েছে। অনুরোধটি বর্তমানে পর্যালোচনাধীন এবং কেন্দ্রের কাছ থেকে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।

যে যুদ্ধবিমানটি কেরলে জরুরি অবতরণ করে সেটি হল  F-35B লাইটনিং II। শনিবার রাতে ভারত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় জ্বালানি সঙ্কটে পড়ে বিমানটি। এরপর রাত ৯.৩০ মিনিটে কেরলের ত্রিভান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পঞ্চম প্রজন্মের এই স্টিলথ যুদ্ধবিমানটি ব্রিটেনের HMS প্রিন্স অফ ওয়েলস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। যা বর্তমানে ইন্দো-প্রশান্ত মহাসাগরে কাজ করছে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়া সম্পন্ন করেছে।

সামরিক বিশেষজ্ঞরা এই ঘটনাটিকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন, তবে অভূতপূর্ব নয়। F-35B ভেরিয়েন্টটি বিশেষভাবে শর্ট-অফ এবং ভার্টিক্যাল ল্যান্ডিং (STOVL) এর জন্য তৈরি করা হয়েছে। এই ফিচারের জন্য এই বিমান ক্যাটাপল্ট সিস্টেম ছাড়াই বিমানবাহী রণতরী থেকে উড়তে ও নামতে পারে। কেন বিমানটি প্রিন্স অফ ওয়েলসে উঠতে পারেনি তা স্পষ্ট নয়, যদিও মনে করা হচ্ছে ক্যারিয়ারের চারপাশে খারাপ আবহাওয়ার কারণে নিরাপদ অবতরণ সম্ভব হয়নি।

POST A COMMENT
Advertisement