BSF Arrested Pak Ranger: বিএসএফের হাতে আটক পাক রেঞ্জার, রাজস্থান সীমান্তে গ্রেফতার

BSF Arrested Pak Ranger: বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি রেঞ্জারকে বাহিনীর রাজস্থান সীমান্ত হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisement
বিএসএফের হাতে আটক পাক রেঞ্জার, রাজস্থান সীমান্তে গ্রেফতাররাজস্থান সীমান্তে বিএসএফের হাতে আটক পাক রেঞ্জার

BSF Arrested Pak Ranger: রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্ত থেকে বিএসএফ কর্তৃক একজন পাকিস্তানি রেঞ্জারকে গ্রেফতার করা হয়েছে, শনিবার সরকারি সূত্র জানিয়েছে।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন, যার বেশিরভাগই পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রেঞ্জার্স কর্তৃক একজন সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানকে গ্রেফতার করার প্রায় দুই সপ্তাহ পর এই ঘটনা ঘটল।

তারা জানিয়েছে, পাকিস্তানি রেঞ্জারকে বাহিনীর রাজস্থান সীমান্ত হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী পরিস্থিতিতে ওই রেঞ্জারকে গ্রেফতার করা হল, বা রেঞ্জার কী করছিল, সেই সমস্ত তথ্য এখনও সামনে আসেনি। 

বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শকে ২৩ এপ্রিল পাঞ্জাবের এই আন্তর্জাতিক সীমান্ত থেকেই রেঞ্জার্স কর্তৃক গ্রেফতার করা হয়েছিল এবং ভারতীয় বাহিনীর তীব্র প্রতিবাদ সত্ত্বেও তারা তাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে। এবার তাদের সদস্য় গ্রেফতার হওয়ার পর পাকিস্তান কী পদক্ষেপ করে তা দেখার।

 

POST A COMMENT
Advertisement