Constable Purnam Kumar Shaw Returned: রিষড়ার BSF জওয়ান পূর্ণম দেশে ফিরলেন, পাক রেঞ্জার্সের হাতে বন্দি ছিলেন

পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ অবশেষে দেশে ফিরলেন। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে আজ সকাল ১০.৩০ মিনিটে ভারতে প্রবেশ করেন তিনি। সম্পূর্ণ সুস্থ ভাবে ভারতে ফিরেছেন BSF জওয়ান বলে খবর।

Advertisement
রিষড়ার BSF জওয়ান পূর্ণম দেশে ফিরলেন, পাক রেঞ্জার্সের  হাতে বন্দি ছিলেন অবশেষে ওয়াঘা দিয়ে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম

পাকিস্তান রেঞ্জার্সের  হাতে বন্দি ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ অবশেষে দেশে ফিরলেন। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে আজ সকাল ১০.৩০ মিনিটে ভারতে প্রবেশ করেন তিনি। সম্পূর্ণ সুস্থ ভাবে ভারতে ফিরেছেন BSF জওয়ান বলে খবর।


অবশেষে ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম কুমারকে ফেরত দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি রেঞ্জার্স আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে বিএসএফ কনস্টেবলকে ফেরত পাঠিয়েছে। তিনি গত বিশ দিন ধরে পাকিস্তানের হেফাজতে ছিলেন। কনস্টেবল পূর্ণম কুমার সকাল ১০:৩০ মিনিটে দেশে ফিরে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পূর্ণম কুমার কীভাবে পাকিস্তানে পৌঁছালেন?
পূর্ণম কুমার ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে গত  ২৩ এপ্রিল পাকিস্তানে পৌঁছে যান, এরপর তাকে পাকিস্তান রেঞ্জার্স হেফাজতে নেয়। তিনি পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে নিযুক্ত ছিলেন। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পরের দিনই এই ঘটনাটি ঘটে। এরপর, ৭ মে 'অপারেশন সিঁদুর'-এর অধীনে ভারত জঙ্গিদের আস্তানাগুলিতে নির্ভুল আক্রমণ চালায়। পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায়, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এমন পরিস্থিতিতে সাউ পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়।

স্ত্রী আশা প্রকাশ করেছিলেন
 পূর্ণম কুমারের স্ত্রী রজনী আশা প্রকাশ করেছিলেন যে ডিজিএমও-এর সঙ্গে  আলোচনায় পূর্ণম কুমারের বিষয়টি উত্থাপিত হবে। তিনি বলেছিলেন, 'যখন ভারতীয় সেনাবাহিনী ৩ মে রাজস্থানে একজন পাকিস্তানি রেঞ্জারকে আটক করে, তখন মনে হয়েছিল যে সম্ভবত আমার স্বামীও মুক্তি পাবেন। কিন্তু এটা ঘটেনি। এখন ডিজিএমও-এর আলোচনা থেকে নতুন আশার সঞ্চার হয়েছে।' রজনী আরও বলেছিলেন যে, রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে সম্ভাব্য সকল সাহায্যের আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী তার শ্বশুরবাড়ির জন্য চিকিৎসা সহায়তার কথাও বলেন।

 

বিএসএফ-এর তরফে সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানানো হয়েছে, বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমারকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হয়েছে । কনস্টেবল পূর্ণম কুমার গত ২৩ এপ্রিল  ফিরোজপুর সেক্টরে অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন। তখন  পাক রেঞ্জার্স তাকে আটক করে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement