BSP MP Danish Ali: কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতার জের? দানিশকে সাসপেন্ড করল বিএসপি

বিএসপি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অতীতে বহু বার সতর্ক করা সত্ত্বেও দল বিরোধী কাজে লিপ্ত ছিলেন দানিশ। সেই কারণেই তাঁকে সাসপেন্ড করেছে দল।

Advertisement
কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতার জের? দানিশকে সাসপেন্ড করল বিএসপি
হাইলাইটস
  • সাংসদ দানিশ আলিকে সাসপেন্ড করল বহুজন সমাজ পার্টি।
  • দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড।
  • কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে সাসপেন্ড বলে জল্পনা।

দল বিরোধী কাজের অভিযোগে দলের সাংসদ দানিশ আলিকে শনিবার সাসপেন্ড করল বহুজন সমাজ পার্টি (বসপা)। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছিল দানিশের, সেই কারণেই দলের রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে। ২০১৯ সালে লোকসভা  নির্বাচনে আমরোহা কেন্দ্র থেকে লড়ে জয়ী হয়েছিলেন দানিশ।

বিএসপি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অতীতে বহু বার সতর্ক করা সত্ত্বেও দল বিরোধী কাজে লিপ্ত ছিলেন দানিশ। সেই কারণেই তাঁকে সাসপেন্ড করেছে দল। আমরোহা কেন্দ্রে জয়ের পর সমস্ত প্রতিশ্রুতি দানিশ ভুলে গিয়েছেন বলে বিএসপির বিবৃতিতে তুলে ধরা হয়েছে। 

তবে সূত্রের খবর, ইদানীং কংগ্রেসের সঙ্গে 'ঘনিষ্ঠতার' কারণেই দানিশকে 'শাস্তি' দিল দল। কয়েক দিন আগে সংসদে চন্দ্রযান-৩ নিয়ে আলোচনার সময় দানিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। সেই সময়ই দানিশকে উদ্দেশ্যে করে অসংসদীয় শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে বিধুরির বিরুদ্ধে। যা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। 

শোনা যায়, এই ঘটনার পর থেকেই কংগ্রেসের 'কাছাকাছি' আসেন দানিশ। গত সেপ্টেম্বর মাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেব দানিশ। যে সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছিল রাজনীতির আঙিনায়। ওই সাক্ষাতের পর দানিশ জানিয়েছিলেন যে, তিনি আর একা নন। রাহুল তাঁকে সাহস জুগিয়েছেন বলে মন্তব্য করেছিলেন বিএসপি সাংসদ। পাশাপাশি, তিনি এ-ও বলেছিলেন যে, রাহুলের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর ভাল লেগেছে। সেই পর্বের পর শনিবার দানিশকে সাসপেন্ড করল বিএসপি। 

 

POST A COMMENT
Advertisement