রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে বোধন হল সংসদের বাজেট অধিবেশনের। শুক্রবার নিজের বক্তব্যে মোদী সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। সংসদের উভয় কক্ষে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি বলেন,'খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে ভারত'। কেন্দ্রীয় সরকারের প্রকল্গগুলির কথাও তুলে ধরেন। জেনে নিন রাষ্ট্রপতির ভাষণের ১০টি গুরুত্বপূর্ণ বিষয়-
১- ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ক্রেডিট গ্যারান্টি প্রকল্প
২- মুদ্রা ঋণ ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ করা হয়েছে।
৩- ২৫ কোটি মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন।
৪- ইন্টার্নশিপ কর্মসূচি যুবসমাজকে শক্তিশালী করেছে।
৫- ড্রোন দিদির মাধ্যমে নারীর ক্ষমতায়ন। ৩ কোটি দিদি তৈরির লক্ষ্যমাত্রা।
৬- দেশে ৫২০০০ বৈদ্যুতিক বাস চলবে। খরচ হবে ৮০০০ কোটি টাকা।
৭- অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন।
৮- কর সংক্রান্ত নিয়ম সহজ করা হয়েছে
৯- ভারত বিশ্বকে কৃত্রিম বুদ্ধিমত্তায় পথ দেখাচ্ছে।
১০- দেশের মহিলারা যুদ্ধবিমানে সওয়ার হয়েছেন।
এসেছে বিদেশ থেকে বিনিয়োগ, বেড়েছে কর্মসংস্থান
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন,'লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছে সরকার। তার ফলও সকলে দেখছেন। বিদেশ থেকে বিপুল বিনিয়োগ এসেছে। দেশের তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে'। তাঁর ভাষণে সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্ণ হওয়ার কথাও উল্লেখ করেন এর পাশাপাশি জম্মু ও কাশ্মীরে রেল প্রকল্পের কাজ শেষ হওয়াকেও বড় অর্জন হিসাবে বর্ণনা করেছিলেন। বিমান শিল্পেও বড় অগ্রগতি হয়েছে।
'দেশের গরিবরা সম্মান পেয়েছেন'
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের ভাষণে বলেন,'সরকারি প্রকল্পের কারণে দেশের গরিবরা সম্মান পেয়েছেন'। নারীর ক্ষমতায়নের উপর কেন্দ্র বিশেষ জোর দিয়েছেন বলে মনে করিয়ে দেন মুর্মু। আজ নারীরাও যুদ্ধবিমান চালাচ্ছেন।
তিনি আরও বলেন,'এই বড় সাফল্যের পাশাপাশি স্বাস্থ্যসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সরকারের প্রকল্পগুলির সুফল দেখা গিয়েছে। যা ত্বরান্বিত করছে দেশের বৃদ্ধিকে। সরকার বিশ্বাস করে যে ১৪০ কোটি দেশবাসীর সেবাই প্রাথমিক কর্তব্য। সেই লক্ষ্যেই কাজ করছে কেন্দ্র'।