Delhi Building Collapse: দিল্লিতে ভেঙে পড়ল বহুতল, ৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে কয়েক জনের আটকে থাকার আশঙ্কা

বহুতল ভেঙে বিপত্তি দিল্লির দয়ালপুরে। শুক্রবার গভীর রাতে একটি বহুতল ভেঙে পড়েছে। এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে কয়েক জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।

Advertisement
দিল্লিতে ভেঙে পড়ল বহুতল, ৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে কয়েক জনের আটকে থাকার আশঙ্কাচলছে উদ্ধারকাজ।
হাইলাইটস
  • বহুতল ভেঙে বিপত্তি দিল্লির দয়ালপুরে।
  • শুক্রবার গভীর রাতে একটি বহুতল ভেঙে পড়েছে।
  • এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

বহুতল ভেঙে বিপত্তি দিল্লির দয়ালপুরে। শুক্রবার গভীর রাতে একটি বহুতল ভেঙে পড়েছে। এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে কয়েক জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।

শুক্রবার গভীর রাতে উত্তর-পূর্ব দিল্লির দয়ালপুর থানা এলাকায় বহুতল ভেঙে পড়ে। রাত ৩টের দিকে শক্তি বিহার এলাকায় একটি চারতলা ভবন ভেঙে পড়ে। 

বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা জানিয়েছেন, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে রয়েছে এনডিআরএফ, ডগ স্কোয়াড, দিল্লি পুলিশ এবং দমকল বিভাগ।

দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন, রাত আড়াইটা নাগাদ একটি বাড়ি ধসে পড়ার খবর পেয়েছি। পুরো ভবনটি ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নীচে লোকজন আটকে পড়েছে। তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। 
 

POST A COMMENT
Advertisement