scorecardresearch
 

'Bulli Bai' অ্যাপ: বেঙ্গালুরুতে ১ সন্দেহভাজনকে আটক করল মুম্বই পুলিশ

কিছু সংখ্যক মুসলিম মহিলাদের (Muslim Women) চিহ্নিত করে তাদের নিয়ে বিদ্বেষ ছড়ানো 'বুল্লি বাই' (Bulli Bai) অ্যাপ কারা চালাচ্ছে, কোথা থেকেই বা চালাচ্ছে তা নিয়ে বাঁধছিল জল্পনা। দিন কয়েক তদন্তে পর মুম্বই পুলিশ বেঙ্গালুরু থেকে 'বুল্লি বাই অ্যাপ' -এর সঙ্গে যুক্ত সন্দেহভাজন অভিযুক্তকে আটক করেছে। বেঙ্গালুরু থেকে সন্দেহভাজনদের আটক করা হয়। তাদের মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • দিন কয়েক তদন্তে পর মুম্বই পুলিশ বেঙ্গালুরু থেকে 'বুল্লি বাই অ্যাপ' -এর সঙ্গে যুক্ত সন্দেহভাজন অভিযুক্তকে আটক করেছে
  • বেঙ্গালুরু থেকে সন্দেহভাজনদের আটক করা হয়
  • তাদের মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে

কিছু সংখ্যক মুসলিম মহিলাদের (Muslim Women) চিহ্নিত করে তাদের নিয়ে বিদ্বেষ ছড়ানো 'বুল্লি বাই' (Bulli Bai) অ্যাপ কারা চালাচ্ছে, কোথা থেকেই বা চালাচ্ছে তা নিয়ে বাঁধছিল জল্পনা। দিন কয়েক তদন্তে পর মুম্বই পুলিশ বেঙ্গালুরু থেকে 'বুল্লি বাই অ্যাপ' -এর সঙ্গে যুক্ত সন্দেহভাজন অভিযুক্তকে আটক করেছে। বেঙ্গালুরু থেকে সন্দেহভাজনদের আটক করা হয়। তাদের মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে। 

বুল্লি বাইয়ের পাঁচজন ফলোয়ার্সের মধ্যে একজন হল সে। তাকে পুলিশ গ্রেফতারও করতে পারে। বিতর্কের সূত্রপাত হয়, যখন কয়েক শো মুসলিম নারীর ছবি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করে এই অ্যাপে আপলোড করা শুরু হয়। তাদের "নিলামে" বিক্রির অংশ নিতে উৎসাহিত করত এই অ্যাপ।

ইতিমধ্যে, GitHub 'বুল্লি বাই' বিতর্কের বিষয়ে ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, বুল্লি বই নিয়ম বিরোধী কাজ করেছে।

'বুল্লি বাই অ্যাপ' কী?

'বুল্লি বাই অ্যাপ'-এ মুসলিম মহিলাদের ছবি আপলোড করা হয়। তারপর সেই ছবিতে অশালীন মন্তব্য করে এই অ্যাপে বিড অর্থাৎ নিলাম করা হয়। তারপরে #BulliBai হ্যাশট্যাগ দিয়ে তা ট্রেন্ড করানো হয়। জানা যায়, মূলত সেই ১০০ জন মহিলা যাঁদের ট্যুইটার এবং ফেসবুকে শক্তিশালী উপস্থিতি রয়েছে তাঁদেরকেই বুল্লি বাই অ্যাপে টার্গেট করা হচ্ছে।
 

Advertisement