পাক নাগরিকদের ভিসা নয়, স্থগিত সিন্ধু চুক্তি, পহেলগাঁও-কাণ্ডে ৫ বড় সিদ্ধান্ত কেন্দ্রের

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ভারত। পাঁচটি বড় সিদ্ধান্ত নেওয়া হল। এর মধ্যে সিন্ধু নদীর জলবণ্টন চুক্তি স্থগিত করার মতো সিদ্ধান্ত।

Advertisement
পাক নাগরিকদের ভিসা নয়, স্থগিত সিন্ধু চুক্তি, পহেলগাঁও-কাণ্ডে ৫ বড় সিদ্ধান্ত কেন্দ্রের  নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • পহেলগাঁও-কাণ্ডে ৫ বড় সিদ্ধান্ত কেন্দ্রের।
  • বেকায়দায় পাকিস্তান।

পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল ভারত। পাঁচটি কঠোর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার অবস্থান স্পষ্ট করে দিল যে কোনওভাবেই সন্ত্রাসবাদকে সহ্য করা হবে না। মঙ্গলবার, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন। অনেকে আহত। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিসিএস। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি জানানো হয়েছে সমবেদনা।

সংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সরকারের সিদ্ধান্তগুলি ঘোষণা করেন। প্রথম সিদ্ধান্ত, ভারত ও পাকিস্তানের মাঝে অবস্থিত আটারি সীমান্তে চেকপোস্ট বন্ধ করে দেওয়া হবে। এটি একটি বড় পদক্ষেপ যার ফলে বন্ধ হবে দুই দেশের মধ্যে সীমিত চলাচলও। দ্বিতীয় সিদ্ধান্ত, পাকিস্তানে ভারতীয় দূতাবাস এখন বন্ধ থাকবে। এটিকে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হিসেবে মনে করা হচ্ছে। 

তৃতীয় সিদ্ধান্ত, সিন্ধু জল চুক্তি স্থগিত। এর ফলে পাকিস্তানের উপর ব্যাপক প্রভাব পড়বে। চতুর্থ সিদ্ধান্ত, ভারতে থাকা সব পাকিস্তানি কূটনীতিকদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, এখন থেকে পাকিস্তানিরা ভারতীয় ভিসা পাবেন না।

এছাড়া সার্ক ভিসা অব্যাহতি যোজনায় পাকিস্তানি নাগরিকদের ভারতে আসার অনুমতি দেওয়া হবে না। ইতিমধ্যে জারি করা ভিসা বাতিল করা হয়েছে। যাঁরা এ দেশে আছেন তাঁদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে। নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাঁদের দেশ ত্যাগ করতে হবে। ভারত ও পাকিস্তানের হাইকমিশনে কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে। এই পরিবর্তন ১ মে-এর মধ্যে শেষ হবে। সিসিএস নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। দোষীদের শাস্তি দেওয়া হবে।

ভারত সরকার এই সমস্ত পদক্ষেপে স্পষ্ট করে দিয়েছে যে ভারত এখন সন্ত্রাসবাদের সঙ্গে কোনও আপস করবেন না। দেশের নিরাপত্তাই অগ্রাধিকার। মত কূটনৈতিক মহলের। 

Advertisement

POST A COMMENT
Advertisement