Justice Joymalya Bagchi: দেশের প্রধান বিচারপতি হওয়ার পথে আরেক বাঙালি, ঐতিহাসিক ঘটনা কবে?

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। পদোন্নতি পেলে ২০৩১ সালে তাঁর প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। জানা গেছে কলেজিয়াম এই সুপারিশে সিলমোহরও দিয়েছে।

Advertisement
দেশের প্রধান বিচারপতি হওয়ার পথে আরেক বাঙালি, ঐতিহাসিক ঘটনা কবে?কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। পদোন্নতি পেলে ২০৩১ সালে তাঁর প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। জানা গেছে কলেজিয়াম এই সুপারিশে সিলমোহরও দিয়েছে।

সূত্রের খবর, প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম রয়েছে তেতেই জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করা হয়। এই কলেজিয়াম জানিয়েছে, ২০৩১ সালের ২৬ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন জয়মাল্য বাগচী। তা যদি হয় তবে বাংলার জন্য গৌরবের হতে চলেছে। এখন বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি হিসাবে রয়েছেন। 

এর আগে ২০১৩ সালের ১৮ জুলাই আলতামাস কবীর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন। এর পর দীর্ঘ সময় পেরিয়ে কলকাতা হাইকোর্টের আর কোনও বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হননি। তারও আগে ১৯৮৯-১৯৯০ সালে সব্যসাচী মুখোপাধ্যায় বাঙালি হিসেবে প্রধান বিচারপতি ছিলেন। তারও আগে অজিত নাথ রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। ২০৩১-এ বিচারপতি জয়মাল্য বাগচী প্রধান বিচারপতি হলে ফের নয়া ইতিহাস রচনা হবে। 

জানা যাচ্ছে, ২০৩১ সালের ২৫ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন বিচারপতি কেভি বিশ্বনাথন। এরপরেই বিচারপতি বাগচী দেশের প্রধান বিচারপতি হতে পারেন। তা যদি হয় তবে ২০৩১ সালের ২ অক্টোবর পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

POST A COMMENT
Advertisement