Aniruddhacharya : '২৫ বছর বয়সী যুবতীরা...', মহিলাদের 'চরিত্র' নিয়ে বিতর্কিত মন্তব্য অনিরুদ্ধাচার্যের, অভিযোগ দায়ের

অনিরুদ্ধাচার্য। ওই আধ্যাত্মিক ধর্মগুরুর ভিডিও মাঝে মধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়। এবার তেমনই এক ভিডিওর জন্য অভিযোগ দায়ের হল তাঁর বিরুদ্ধে।

Advertisement
'২৫ বছর বয়সী যুবতীরা...', মহিলাদের 'চরিত্র' নিয়ে বিতর্কিত মন্তব্য অনিরুদ্ধাচার্যের, অভিযোগ দায়ের Aniruddhacharya
হাইলাইটস
  • অনিরুদ্ধাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের
  • এই মন্তব্যটি ওই ধর্মগুরু করেছিলেন, চলতি বছরের অক্টোবর মাসে

অনিরুদ্ধাচার্য। ওই আধ্যাত্মিক ধর্মগুরুর ভিডিও মাঝে মধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়। এবার তেমনই এক ভিডিওর জন্য অভিযোগ দায়ের হল তাঁর বিরুদ্ধে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত তা গ্রহণ করেছে। অভিযোগটি করেছেন অখিল ভারত হিন্দু মহাসভার আগ্রা জেলা সভাপতি মীরা রাঠোর। 

অনিরুদ্ধাচার্য বলেছিলেন, ২৫ বছরের মহিলারা বিয়ের আগেই একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে যান। এই মন্তব্য সামনে আসার পরই বিতর্কের ঝড় ওঠে। একজন আধ্যাত্মিক গুরু কীভাবে এমন মন্তব্য করতে পারেন? সেই প্রশ্ন উঠতে শুরু করে। অনেকে প্রতিবাদও করেন। 

এই মন্তব্যটি ওই ধর্মগুরু করেছিলেন চলতি বছরের অক্টোবর মাসে। তারপর তা ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। মীরা রাঠোরের অভিযোগ ভিত্তিতে শুনানি শুরু হবে। অভিযোগকারিণীর বয়ান রেকর্ড করা হবে ১ জানুয়ারি, ২০২৬ সালে। 

মীরা রাঠোরোর অভিযোগ, তিনি বৃন্দাবন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তবে পুলিশ কোনও পদক্ষেপ করেনি। সেই কারণে তিনি আদালতের দ্বারস্থ হন। সেখানে তাঁর আবেদন গৃহীত হয়। FIR করে পুলিশ। 

ওই মহিলা বলেন, 'অনিরুদ্ধাচার্য মহিলাদের নিয়ে যে মন্তব্য করছেন তা অপমানজনক। একজন আধ্যাত্মিক গুরু হয়ে তিনি কীভাবে তা করতে পারেন? ওঁকে জেলে পাঠানো উচিত। যোগ্য শাস্তি দেওয়া দরকার। প্রতিজ্ঞা করেছিলাম, অভিযোগ দায়ের না হওয়া পর্যন্ত চুলের বেণী খুলব না। আমি প্রতিজ্ঞা সফল করেছি।' 

অনিরুদ্ধাচার্য সেদিন বলেছিলেন, '২৫ বছর মেয়েদের বাড়িতে বিয়ে করে আনা হয়। অথচ তার আগেই তারা চারজন ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে।' এদিকে বিতর্কের জেরে পরে ক্ষমাও চান অনিরুদ্ধাচার্য। সাফাইয়ে তিনি বলেছিলেন, 'আমি কোনও কোনও মহিলার কথা বলেছিলাম। সবাইকে নয়।' যদিও তাতে সন্তুষ্ট নন প্রতিবাদীরা। তাঁদের দাবি, 'আক্ষরিক অর্থেই তিনি ওসব বলেছিলেন। এখন ফেঁসে গিয়ে মিথ্যা কথা বলছেন।'   

POST A COMMENT
Advertisement