scorecardresearch
 

Mahua Moitra: 'ঘুষের বদলে প্রশ্ন' মামলা: 'মহুয়ার বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ,' দাবি নিশিকান্তের

'ঘুষের বদলে প্রশ্ন' মামলায় জটিলতা বাড়ছে মহুয়া মৈত্রের। তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের নির্দেশ দিয়েছে জাতীয় লোকপাল। ট্যুইটে এই দাবিই করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বলেন, 'আজ, আমার অভিযোগের ভিত্তিতে, লোকপাল অভিযুক্ত সাংসদ মহুয়ার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বন্ধক রেখে দুর্নীতির বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।' পাল্টা ট্যুইট করেন মহুয়াও।

Advertisement
হাইলাইটস
  • 'ঘুষের বদলে প্রশ্ন' মামলায় জটিলতা বাড়ছে মহুয়া মৈত্রের
  • তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের নির্দেশ দিয়েছে জাতীয় লোকপাল
  • বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ট্যুইটে এই দাবিই করেন

Mahua Moitra-Nishikant Dubey: 'ঘুষের বদলে প্রশ্ন' মামলায় জটিলতা বাড়ছে মহুয়া মৈত্রের। তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের নির্দেশ দিয়েছে জাতীয় লোকপাল। ট্যুইটে এই দাবিই করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বলেন, 'আজ, আমার অভিযোগের ভিত্তিতে, লোকপাল অভিযুক্ত সাংসদ মহুয়ার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বন্ধক রেখে দুর্নীতির বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।' পাল্টা ট্যুইট করেন মহুয়াও।

মহুয়ার দাবি
সিবিআই তদন্তের নির্দেশে মহুয়া বলেন, "সিবিআইয়ের প্রথমে আদানি কয়লা কেলেঙ্কারিতে ১৩ হাজার কোটি টাকার এফআইআর নথিভুক্ত করা উচিত। আদানির সংস্থাগুলি কতটা অবিশ্বাস্যভাবে ভারতীয় বন্দরগুলি কিনছে তা জাতীয় নিরাপত্তার বিষয়। তারপর আমার ক'টা জুতো তা গুণে দেখার জন্য সিবিআইকে স্বাগত জানাচ্ছি।"

প্রসঙ্গত, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, মহুয়া মৈত্র সংসদের ব্যক্তিগত আইডির লগ-ইন পাসওয়ার্ড শেয়ার করেন ব্যবসায়ী হিরানন্দানিকে। সেখানে তাঁর প্রতিপক্ষ ব্যবসায়ী গৌতম আদানিকে ঘিরে সংসদে প্রশ্ন তোলেন মহুয়া।

নিশিকান্ত দুবে দাবি করেন, মহুয়া মৈত্র ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে লোকসভা ওয়েবসাইটে লগইন অ্যাক্সেস দিয়েছিলেন। এ নিয়ে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন দুবে। মহুয়া এসব অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন।

Advertisement

ব্যবসায়ী হিরানন্দানির পরে স্বীকার করেছেন, মহুয়া তাঁকে প্রশ্নের জন্য সংসদ লগ ইন পাসওয়ার্ড দিয়েছিলেন।

এরপর এথিক্স কমিটিতে বিষয়টি শুনানি হলেও সেখানে তোলপাড় হয়। মহুয়ার সঙ্গে কমিটির বৈঠকে উপস্থিত বিরোধী সাংসদরা অভিযোগ করেন, কমিটি ব্যক্তিগত প্রশ্ন করেছিল। তারপরে তারা বৈঠক বর্জন করেছিল। অভিযোগ উঠেছে, মহুয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল সে রাতে কার সঙ্গে কথা বলেছেন তিনি? পরে মহুয়া আরও বলেন, এথিক্স কমিটি তাঁকে নোংরা প্রশ্ন জিজ্ঞাসা করছে এই দাবিও করেন।

Advertisement