Census 2027কবে থেকে শুরু হবে জনগণনা? বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক জানাল, জনগণনার প্রথম ধাপ শুরু হবে চলতি বছরেই এপ্রিল থেকে সেপ্টেম্বর মধ্যে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ এপ্রিল শুরু হবে জনগণনা। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে ৩০ দিন ধরে চলবে জনগণনা। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ চলবে। চলবে হাউসলিস্টিং। এর ঠিক আগে ১৫ দিনের সময়কালে স্ব-গণনা বা সেলফ এনুমারেশনের সুযোগও থাকবে।
২০২১ সালে জনগণনা স্থগিত
২০২১ সালে জনগণনা করার কথা ছিল। দেশে প্রতি ১০ বছর অন্তর জনগণনা চলে। ২০২১ সালে কোভিড-১৯ অতিমারির কারণে জনগণনা স্থগিত রাখা হয়েছিল। এবার দুটি ধাপে জনগণনার প্রক্রিয়া চলবে। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঘরের তালিকা। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে জনসংখ্যার গণনা।
জাতিগণনা
সরকার আগেই ঘোষণা করেছিল, ২০২৭ সালের জনসংখ্যা গণনার সময় জাতিগত তথ্যও ডিজিটালি সংগ্রহ করা হবে। এর আগে জাতি-ভিত্তিক জনগণনা হয়েছিল ব্রিটিশ জমানায়। সময়টা ১৮৮১ থেকে ১৯৩১ সালের মধ্যে। স্বাধীনতার পর থেকে সমস্ত জনগণনা থেকে জাতিগণনা বাদ দেওয়া হয়েছিল। গত বছরের ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে রাজনীতি বিষয় সংক্রান্ত কমিটি জনগণনায় জাতিভিত্তিক গণনা করার সিদ্ধান্ত নেয়।
ডিজিটাল গণনা
প্রথমবারের মতো ডিজিটাল জনগণনায় প্রায় ৩০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। নিখুঁত পরিসংখ্যান নিশ্চিত করতে অ্যান্ড্রয়েড এবং iOS দুই সংস্করণের জন্য রয়েছে আলাদা মোবাইল অ্যাপ। সেই অ্যাপেই তথ্য সংগ্রহ করা হবে।
২০১১ সালের গণনায় জনসংখ্যা
২০১১ সালের জনগণনা অনুযায়ী, দেশের জনসংখ্যা ছিল ১২১ কোটি। এর মধ্যে ৬২ কোটি (৫১.৫৪%) পুরুষ এবং ৫৮ কোটি (৪৮%) মহিলা।