জীবনহানির আশঙ্কা, শুভেন্দু-পবন সহ একাধিক BJP নেতাকে VIP নিরাপত্তা কেন্দ্রের

বিধানসভা ভোটের আগে একাধিক বিজেপি নেতার নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে জীবনের সম্ভাব্য হুমকি রয়েছে কিছু নেতার। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং ভোজপুরি অভিনেতা থেকে রাজনীতিবিদ পবন সিং-সহ বেশ কয়েকজন নেতাকে উন্নত ভিআইপি নিরাপত্তা দেওয়া হয়েছে।

Advertisement
জীবনহানির আশঙ্কা, শুভেন্দু-পবন সহ একাধিক BJP নেতাকে VIP নিরাপত্তা কেন্দ্রের
হাইলাইটস
  • বিধানসভা ভোটের আগে একাধিক বিজেপি নেতার নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
  • গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে জীবনের সম্ভাব্য হুমকি রয়েছে কিছু নেতার।

বিধানসভা ভোটের আগে একাধিক বিজেপি নেতার নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে জীবনের সম্ভাব্য হুমকি রয়েছে কিছু নেতার। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং ভোজপুরি অভিনেতা থেকে রাজনীতিবিদ পবন সিং-সহ বেশ কয়েকজন নেতাকে উন্নত ভিআইপি নিরাপত্তা দেওয়া হয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদানের কিছুদিন আগে Z-ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে সেই নিরাপত্তা মূলত রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং রাজ্যের বাইরে তিনি Y+ নিরাপত্তা পেতেন।

সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে তাঁর জীবনের ঝুঁকির ইঙ্গিত পাওয়ায়, স্বরাষ্ট্র মন্ত্রক এখন দেশব্যাপী Z-শ্রেণীর নিরাপত্তা প্রদান করেছে। এর ফলে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) বিশেষ প্রশিক্ষিত কমান্ডোরা সার্বক্ষণিকভাবে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

ভোজপুরি গায়ক ও অভিনেতা পবন সিংকে ৮ অক্টোবর ২০২৫ থেকে Y-শ্রেণীর নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁর নিরাপত্তা কাঠামোয় মোট আটজন কর্মী থাকবেন, বাসভবনে পাঁচজন সশস্ত্র প্রহরী। এবং তিনজন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার (PSO) পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে তাঁর বিরুদ্ধে সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পবন সিং সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জেপি নাড্ডা ও আরএলএম নেতা উপেন্দ্র কুশওয়াহার সঙ্গে বৈঠক করেছেন। রাজনৈতিক মহলে ধারণা, তিনি আসন্ন নির্বাচনে আরাহ বিধানসভা আসন থেকে বিজেপির প্রার্থী হতে পারেন।

এই দুই নেতার পাশাপাশি আরও বেশ কয়েকজন বিজেপি নেতাকেও ভিআইপি নিরাপত্তা দেওয়া হয়েছে, দীনেশ লাল যাদব (নিরাহুয়া), আজমগড় থেকে বিজেপিতে যোগদানের পর Y+ নিরাপত্তা। মিঠুন চক্রবর্তী, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে Y+ নিরাপত্তা পান। 

অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, বিজেপিতে যোগ ও তমলুক থেকে জয়ের পর Y+ নিরাপত্তা। রানা গুরমিত সিং সোধি ও মনজিন্দর সিং সিরসা, দুজনই যথাক্রমে পাঞ্জাব ও দিল্লির প্রাক্তন মন্ত্রী, পেয়েছেন Z-শ্রেণীর নিরাপত্তা। সুশীল কুমার রিঙ্কু ও শীতল আঙ্গুরাল, পাঞ্জাবের দুই বিজেপি নেতা, যাদের Y-শ্রেণীর নিরাপত্তা প্রদান করা হয়েছে।

Advertisement

নির্বাচনের আগে বিজেপি নেতাদের নিরাপত্তা জোরদার করা শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং রাজনীতিতেও এর প্রতীকী গুরুত্ব রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির মতে, কিছু রাজ্যে রাজনৈতিক অস্থিরতা ও ব্যক্তিগত আক্রমণের আশঙ্কা বাড়ছে। তাই গুরুত্বপূর্ণ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের অগ্রাধিকার।

 

POST A COMMENT
Advertisement