Padma Award 2025 From Bengal: বাংলা থেকে পদ্মশ্রীর পাচ্ছেন ৯ জন, তালিকায় অরিজিৎ সিং-মমতা শঙ্কর...

Padma Award 2025 From Bengal: ২০২৫ সালের পদ্ম পুরষ্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার ১১৩ জন পদ্মশ্রী পাচ্ছেন এ বার। এর মধ্যে ৯ জন রয়েছেন বাংলা থেকে।

Advertisement
বাংলা থেকে পদ্মশ্রীর পাচ্ছেন ৯ জন, তালিকায় অরিজিৎ সিং-মমতা শঙ্কর...বাংলার তারকা পদ্মশ্রী প্রাপকরা

Padma Award 2025 From Bengal: কেন্দ্রীয় সরকার ঠিক প্রজাতন্ত্র দিবসের আগের দিন, ২০২৫ সালের শনিবার পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে বাংলার একাধিক প্রাপকের নামও। এবারে বাংলা থেকে ৯ জন পদ্মশ্রী পাচ্ছেন। তার মধ্য়ে যেমন রয়েছে বড় নাম, তেমন রয়েছে দীর্ঘদিনের সাধক, শিল্পী, শিল্পপতি, ব্যবসায়ীর নামও। আসুন দেখে নিই গোটা তালিকায় কোন কোন বাঙালি রয়েছেন তালিকায়।

দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের মধ্যে অন্যতম পদ্ম পুরস্কার। তিনটি ভাগ রয়েছে এই সম্মানের— পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। কলা, সামাজিক কাজ, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, খেলা, সিভিল, সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়। এবার ১১৩ জন পদ্মশ্রী পাচ্ছেন এ বার। এর মধ্যে ৯ জন রয়েছেন বাংলা থেকে। এছাড়া গোটা দেশ থেকে পদ্মভূষণ পাচ্ছেন ১৯ জন, পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন।

বাংলা থেকে সবথেকে বড় নাম রয়েছে এই মুহূর্তে জনপ্রিয়তার নিরিখে দেশের এক নম্বর গায়ক অরিজিৎ সিং। এছাড়া রয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্করের নামও। রয়েছে সাম্প্রতিককালে বিতর্কে জড়ানো কার্তিক মহারাজের নামও।এছাড়া ঢাকবাদক গোকুলচন্দ্র দাসও পাচ্ছেন পদ্মশ্রী।

বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকরা

১. অরিজিৎ সিং-গায়ক
২. গোকুলচন্দ্র দাস- ঢাকবাদক
৩. মমতা শঙ্কর- নৃত্য়শিল্পী-অভিনেত্রী
৪. নগেন্দ্রনাথ রায়- সাহিত্যিক-শিক্ষাকর্মী
৫. পবন গোয়েঙ্কা- শিল্পপতি
৬. সজ্জন ভজাঙ্কা- শিল্পপতি-ব্যবসায়ী
৭. কার্তিক মহারাজ (স্বামী প্রদীপ্তানন্দ)- আধ্যাত্মিকতা
৮. বিনায়ক লোহানি- সমাজকর্মী
৯. তেজেন্দ্রনারায়ণ মজুমদার- সরোদবাদক

 

POST A COMMENT
Advertisement