Tejas: আরও শক্তিশালী হবে ইন্ডিয়ান এয়ার ফোর্স, আসছে ৯৭টি অত্যাধুনিক তেজস যুদ্ধবিমান

এটি এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমানের জন্য দ্বিতীয় অর্ডার হবে। কারণ সরকার ইতিমধ্যেই ৪৮,০০০ কোটি টাকার ৮৩টি বিমানের অর্ডার দিয়েছে। এখন LCA Tejas Mark 1A জেটের জন্য ভারতীয় বিমান বাহিনীর মোট অর্ডারের সংখ্যা বেড়ে ১৮০-এ দাঁড়িয়েছে।

Advertisement
আরও শক্তিশালী হবে ইন্ডিয়ান এয়ার ফোর্স, আসছে ৯৭টি অত্যাধুনিক তেজস যুদ্ধবিমানআরও শক্তিশালী হবে এয়ার ফোর্স, আসছে ৯৭টি অত্যাধুনিক তেজস যুদ্ধবিমান
হাইলাইটস
  • সরকার ইতিমধ্যেই ৪৮,০০০ কোটি টাকার ৮৩টি বিমানের অর্ডার দিয়েছে
  • মোট অর্ডারের সংখ্যা বেড়ে ১৮০-এ দাঁড়িয়েছে

প্রতিরক্ষায় মেক ইন ইন্ডিয়া-র জন্য বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনীর জন্য ৯৭টি এলসিএ তেজস মার্ক ১এ যুদ্ধবিমান কেনায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে ৯৭টি এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমান কেনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা সূত্র সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে।

এটি এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমানের জন্য দ্বিতীয় অর্ডার হবে। কারণ সরকার ইতিমধ্যেই ৪৮,০০০ কোটি টাকার ৮৩টি বিমানের অর্ডার দিয়েছে। এখন LCA Tejas Mark 1A জেটের জন্য ভারতীয় বিমান বাহিনীর মোট অর্ডারের সংখ্যা বেড়ে ১৮০-এ দাঁড়িয়েছে। তেজস যুদ্ধবিমান বিমান বাহিনীর মিগ-২১ যুদ্ধবিমানের প্রতিস্থাপন করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মিগ-২১ যুদ্ধবিমানের বহর বসিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। দেশে তৈরি যুদ্ধবিমানের ওপরে জোর দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক এবং বিমান বাহিনী। যাতে সরকারের খরচ কমে। পাশাপাশি দেশজুড়ে প্রতিরক্ষা ব্যবসায় নিযুক্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি সফলতা পায়। এতে করে বহু মানুষের কর্মসংস্থান হবে।

আরও ৯৭টি LCA Mark 1A ফাইটার জেট কেনার পরিকল্পনাটিও প্রথমে জানিয়েছিলেন তৎকালীন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। LCA Mark 1A বিমানে LCA-এর তুলনায় আরও উন্নত এভিওনিক্স এবং রাডার রয়েছে। নতুন LCA Mark1A-তে দেশীয় উপাদান ৬৫ শতাংশেরও বেশি হতে চলেছে। HAL ২০০ টিরও বেশি LCA Mark 2s এবং একই সংখ্যক পঞ্চম প্রজন্মের উন্নত মাঝারি যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করতে তৈরি।

জানা গিয়েছে, HAL এখন ১১টি সিঙ্গল-সিটার Tejas Mk1A যুদ্ধবিমানের এয়ারফ্রেম তৈরি করে ফেলেছে। তার মধ্যে বেঙ্গালুরুর কারখানায় ১০টি, নাসিকে ১টি। এছাড়াও ৯টি ট্রেনার ভ্যারিয়েন্টেরও এয়ারফ্রেম তৈরি করা হয়েছে। যদিও ইঞ্জিন না আসায় বিমান পুরোপুরি তৈরি ও ডেলিভারি দিতে দেরি হচ্ছে। এখনও পর্যন্ত মাত্র দুটি জিই ইঞ্জিন পাওয়া গিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে আরও ১০টি ইঞ্জিন আসার সম্ভাবনা রয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement