scorecardresearch
 

নেতাজি ১২৫: উদযাপনে মোদীর নেতৃত্বে কমিটি, নেই ফরওয়ার্ড ব্লকেরই কেউ !

কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র ১২৫তম জন্মবার্ষিকী মহা সমারোহে পালন করতে চলেছে। তাই তৈরি করা হয়েছে এক উচ্চপর্যায়ের কমিটি। তবে সেই কমিটিতে ঠাঁই হল না নেতাজির তৈরি দল ফরওয়ার্ড ব্লক (Forward Bloc বা ফব)-এর কোনও প্রতিনিধির। এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement
নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু
হাইলাইটস
  • কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী মহা সমারোহে পালন করতে তৈরি হল উচ্চপর্যায়ের কমিটি
  • সেই কমিটিতে ঠাঁই হল না নেতাজির তৈরি দল ফরওয়ার্ড ব্লকের কোনও প্রতিনিধি
  • এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে

কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র ১২৫তম জন্মবার্ষিকী মহা সমারোহে পালন করতে চলেছে। তাই তৈরি করা হয়েছে এক উচ্চপর্যায়ের কমিটি। তবে সেই কমিটিতে ঠাঁই হল না নেতাজির তৈরি দল ফরওয়ার্ড ব্লক (Forward Bloc বা ফব)-এর কোনও প্রতিনিধির। এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এই ঘটনায় আপত্তি জানিয়েছে ফরওয়ার্ড ব্লক (Forward Bloc)। দলের সম্পাদক জি দেবরাজনের প্রতিক্রিয়া, ওই বিজ্ঞপ্তি দেখেছি। সেখানে ফরওয়ার্ড ব্লকের কোনও প্রতিনিধি নেই। নেতাজির তৈরি দল ফরওয়ার্ড ব্লকের কেউ ওই কমিটিতে জায়গা পাননি। এমনটা না হওয়াই উচিৎ ছিল। এই ঘটনায় আপত্তি জানাচ্ছি।

তিনি আরও জানান, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস যাতে মহাসমারোহে পালন করা হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমার প্রস্তাব দিয়ে ছিলাম। তবে নেতাজিকে আমাদের যা যা পরিকল্পনা রয়েছে, ওই কমিটির বাকি সদস্যদের সেগুলো জানাব। 

এর আগে তারা প্রধানমন্ত্রীর দপ্তরে একগুচ্ছ দাবি জানিয়েছিলেন। তার মধ্যে রয়েছে ইন্ডিয়া গেটের সামনে নেতাজির মূর্তি বসানো, সব সরকারি অফিস, দূতাবাসে নেতাজির ছবি লাগানো, নেতাজির নামে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়, তাঁর নামে পুরস্কার এবং জন্মের ১২৫তম বর্ষ উপলক্ষে মুদ্রা বের করতে হবে।

উচ্চপর্যায়ের কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya), রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কংগ্রেস নেতা অধীর চৌধুরি (Adhir Chowdhury)। 

এই কমিটিতে রাজনীতি থেকে শিক্ষা, ক্রীড়া থেকে সংস্কৃতি- সব অংশের মানুষ রয়েছেন। ৮৫ সদস্যের কমিটি তৈরি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah,প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, মনমোহন সিংও রয়েছেন সেখানে। রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন স্পিকার মনোহর যোশি, সুমিত্রা মহাজন, শিবরাজ পাটিল এবং মীরা কুমার। রয়েছেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু, রেণুকা মালাকার।

Advertisement

ওই কমিটিতে রয়েছেন ক্রীড়াবিদ সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়, সঙ্গীত পরিচালক এ আর রহমান, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, অভিনেত্রী কাজল প্রমুখ।

পিআইবি এক বিবৃতিতে জানিয়েছিল, কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য একটি উচ্চস্তরের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালের ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা ১ বছর মেয়াদী উৎসব উদযাপনের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতেই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement