Air India Flight Controversy Patna: যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর AI-2634 ওড়ার আগেই বাতিল। খবর মিলতেই পটনা বিমানবন্দরে যাত্রীরা হইচই শুরু করে। এই ফ্লাইটটি সকাল ১০:৪০ মিনিটে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলের খবর পেয়ে যাত্রীরা ক্ষুব্ধ হন।
ফ্লাইট বাতিলের খবর মিলতেই বিমানবন্দরে উপস্থিত এয়ার ইন্ডিয়ার যাত্রীরা কাউন্টারে হট্টগোল শুরু করেন।বহু যাত্রীকে তাদের টিকিট রিশিডিউল করতে দেখা যায়, আবার কিছু যাত্রীকে বিমান সংস্থার কর্মীদের সঙ্গে গিয়ে তর্কে জড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে যাত্রী এবং কর্মীদের মধ্যে বচসা শুরু হয়।
একজন যাত্রী বলেন যে তাকে দিল্লি থেকে একটি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে হবে, কিন্তু এখন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বাতিল হওয়ার কারণে, তিনি তার পরবর্তী ফ্লাইটও মিস করেছেন। এইভাবে, তিনি মোটা টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে, অন্যান্য যাত্রীরাও বলেছেন যে এয়ার ইন্ডিয়ার কর্মীরা কোনও স্পষ্ট সমাধান বা বিকল্প ব্যবস্থা করছেন না। ফ্লাইট বাতিল হওয়ায় মানুষের ক্ষোভের সৃষ্টি হয়।
যাত্রীদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট বাতিলের কথা বলা হলেও যাত্রীরা বলছেন, তাদের সময়মতো জানানো হয়নি বা যথাযথ ব্যবস্থাও করা হয়নি। কিছু যাত্রী সোশ্যাল মিডিয়ায় তাদের অসন্তোষ প্রকাশ করেছেন এবং এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বর্তমানে পটনা বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক হলেও এই ঘটনাটি এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছে। যাত্রীদের অভিযোগ, বিমান সংস্থা যদি সময়মতো ফ্লাইট বাতিলের কথা তাদের জানাত, তাহলে তারা অন্য কোনও বিকল্প খুঁজে নিতে পারত, কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর শেষ মুহূর্তে এটি বাতিল করা সম্পূর্ণ ভুল।