ভারতে ফের একবার নতুন চিতা আসার সম্ভাবনা জোরদার হল। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বরে কেনিয়া, বতসোয়ানা এবং নামিবিয়ার সঙ্গে চূড়ান্ত চুক্তি হলে ৮ থেকে ১০টি আফ্রিকান চিতা আনা হবে।
ভারতে বহু দশক আগে বিলুপ্ত হয়ে যাওয়া চিতাকে পুনঃপ্রবর্তনের প্রচেষ্টা ইতিমধ্যেই গতি পেয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আটটি এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়েছিল। এখনও পর্যন্ত মোট ২০টির মধ্যে ১১টি বেঁচে আছে। একইসঙ্গে ভারতে জন্ম নিয়েছে ২৬টি শাবক, যার মধ্যে ১৭টি সুস্থ রয়েছে।
নতুন চিতা এলে তাদের মধ্যে বতসোয়ানা বা নামিবিয়া থেকে আসা দলকে গান্ধীনগর ও মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে পাঠানো হবে। এই এলাকাগুলি ইতিমধ্যেই নিরাপদ ঘের, নজরদারি ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো অবকাঠামো দিয়ে প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে কেনিয়া থেকে আসা চিতা পাঠানো হবে গুজরাতের বান্নি অঞ্চলে।
সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জিম্বাবুয়েতে COP15 ইভেন্ট চলাকালীন নামিবিয়ার পরিবেশমন্ত্রী ইন্দিলেনি ড্যানিয়েলের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে চিতা সংরক্ষণ ও জলাভূমি রক্ষায় দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
প্রকল্প ‘চিতার’ এই নতুন ধাপ ভারতের বন্যপ্রাণ সংরক্ষণে বড় মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই আলোচনায় অগ্রগতি হলে আফ্রিকা থেকে আরও একটি নতুন দলের আগমন নিশ্চিত হবে বলে আশা করছে কেন্দ্র।