Chhattisgarh Rail Accident: ছত্তিশগড়ে মালগাড়ির উপর উঠে পড়ল মেমু লোকাল, অনেকের মৃত্যু

ছত্তিশগড়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। এ দিন একটি যাত্রীবাহী মেমু প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মালগাড়ির ভয়ঙ্কর সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে বিলাসপুর স্টেশনের কাছে। বিকেল ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

Advertisement
ছত্তিশগড়ে মালগাড়ির উপর উঠে পড়ল মেমু লোকাল, অনেকের মৃত্যুছত্তিশগড়ে রেল দুর্ঘটনা
হাইলাইটস
  • ছত্তিশগড়ে ভয়াবহ রেল দুর্ঘটনা
  • এ দিন একটি যাত্রীবাহী মেমু প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মালগাড়ির ভয়ঙ্কর সংঘর্ষ হয়
  • ঘটনাটি ঘটেছে বিলাসপুর স্টেশনের কাছে

ছত্তিশগড়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। এ দিন একটি যাত্রীবাহী মেমু প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মালগাড়ির ভয়ঙ্কর সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে বিলাসপুর স্টেশনের কাছে। বিকেল ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এ দিন মেমু ট্রেনটি মালগাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে প্যাসেঞ্জার ট্রেনটি উঠে যায় মালগাড়ির উপর। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন যাত্রী মারা গিয়েছেন। জখম ১২-এর বেশি।

সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের এর তরফে দাবি করা হয়, এই সংঘর্ষের পরই দ্রুত শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসা চলছে। পাশাপাশি দুর্ঘটনার পরই সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জেনারেল ম্যানেজার তরুণ প্রকাশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। তাঁর সঙ্গে সেখানে উপস্থিত হয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারও।

কেন হয় দুর্ঘটনা?

সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মেমু ট্রেন সিগন্যাল মানেনি। ট্রেনটি নির্ধারিত সিগন্যাল উপেক্ষা করে। তারপর গিয়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায়। এই সংঘর্ষের অভিঘাতে খুবই ক্ষতিগ্রস্ত হয় মেমু ট্রেনটি।

ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত

রেলওয়ের আধিকারিকরা এই দুর্ঘটনার কারণ খুঁজতে ব্যস্ত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তদন্ত। তদন্ত করছে কমিশনার অব রেলওয়ে সেফটির আধিকারিকরা। শুধু তাই নয়, এই দুর্ঘটনার কারণে বিলাসপুরের ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। আসলে এই দুর্ঘটনার কারণে রেলের ওভারহেডের তার গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকী সিগন্যালিংয়ের অবস্থাও খারাপ। তাই ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। যদিও চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার।

হেল্পলাইন খোলা হয়েছে

এই দুর্ঘটনার পরই রেলের তরফে খোলা হয়েছে হেল্পলাইন। এই হেল্পলাইনে যোগযোগ করে যাত্রীদের বিষয়ে সমস্ত তথ্য পাওয়া যাবে। এই নম্বরগুলি ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেই নম্বরগুলি হল-

চম্পা জংশন- ৮০৮৫৯৫৬৫২

রায়গড়- ৯৭৫২৪৮৫৬০

পেন্দ্রা রোড- ৮২৯৪৭৩০১৬২

এছাড়া দুটি এমার্জেন্সি নম্বরও দেওয়া হয়েছে রেলের তরফে। সেগুলি হল- ৯৭৫২৪৮৫৪৯৯ এবং ৮৬০২০০৭২০২।

Advertisement

POST A COMMENT
Advertisement