সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে কৃষ্ণনগরের এক যুবকের নামে মামলা দায়ের করল পুলিশ। কৃষ্ণনগরের বাসিন্দা ওই যুবকের নাম সুজিত হালদার। তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মানহানির উদ্দেশে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ রয়েছে। বুধবার রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে।
ফুলবাড়ির বাসিন্দা সুজিত হালদারকে অভিযুক্ত করা হয়েছে প্রধান বিচারপতিকে অপমান করার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য প্রচারের জন্য। রাজ্য পুলিশ জানিয়েছে, তিনি প্রধান বিচারপতির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মানহানিকর এবং ক্ষতিকর তথ্য ছড়িয়েছেন, যা সুপ্রিম কোর্টের মর্যাদাকে আঘাত করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
It has come to our notice that extremely derogatory and baseless aspersions are being cast by some people in social media about the Hon’ble Supreme Court of India including the Hon’ble Chief Justice of India. Exploiting freedom of speech to indulge in wild falsehood, that too… pic.twitter.com/ilIedFC4Qj
— West Bengal Police (@WBPolice) September 7, 2024
এই ঘটনায় তদন্ত চলছে, এবং পুলিশ জনগণকে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর না ছড়ানোর আহ্বান জানিয়েছে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর, প্রধান বিচারপতির ফেক প্রোফাইল হিসেবে দাবি করা হয়। একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
ভুয়ো বার্তায় লেখা ছিল, "হ্যালো, আমি সিজেআই। আমাদের কলেজিয়ামের জরুরি মিটিং আছে এবং আমি কনট প্লেসে আটকে আছি। আপনি কি আমাকে ক্যাবের জন্য ৫০০ টাকা পাঠাতে পারেন? আমি সুপ্রিম কোর্টে পৌঁছানোর পর টাকা ফেরত দেব।" এই ধরনের ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং পুলিশ জনগণকে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।