Child Porn Supreme Court: শিশু পর্নোগ্রাফি দেখা ও ডাউনলোড করাও অপরাধ: সুপ্রিম কোর্ট

শিশুদের নিয়ে তৈরি পর্নোগ্রাফি নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। এবার থেকে শিশুদের নিয়ে তৈরি পর্ন দেখা কিংবা ডাউনলোড করা পকসো আইনে অপরাধ বলে বিবেচ্য হবে। মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে সোমবার এই ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Advertisement
 শিশু পর্নোগ্রাফি দেখা ও ডাউনলোড করাও অপরাধ: সুপ্রিম কোর্ট
হাইলাইটস
  • শিশুদের নিয়ে তৈরি পর্নোগ্রাফি নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।
  • এবার থেকে শিশুদের নিয়ে তৈরি পর্ন দেখা কিংবা ডাউনলোড করা পকসো আইনে অপরাধ বলে বিবেচ্য হবে।

শিশুদের নিয়ে তৈরি পর্নোগ্রাফি নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। এবার থেকে শিশুদের নিয়ে তৈরি পর্ন দেখা কিংবা ডাউনলোড করা পকসো আইনে অপরাধ বলে বিবেচ্য হবে। মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে সোমবার এই ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, এর আগে মাদ্রাজ হাইকোর্ট এক রায়ে বলেছিল, এ ধরনের নীলছবি কিংবা ক্লিপ ডাউনলোড করা অথবা দেখা শাস্তিযোগ্য নয়। এদিন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ বলে, মাদ্রাজ হাইকোর্ট এই রায় দিতে গিয়ে গুরুতর ভুল করে ফেলেছে।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্ট চেন্নাইয়ের এক ২৮ বছরের যুবকের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করে দিয়েছিল। তাঁর বিরুদ্ধে শিশু-পর্ন দেখা এবং ভিডিও ডাউনলোড করার অভিযোগ উঠেছিল। মাদ্রাজ হাইকোর্ট রায়ে জানিয়েছিল, ব্যক্তিগতভাবে এ ধরনের বিষয়ের ছবি দেখা পকসো আইনের এক্তিয়ারে পড়ে না।

এদিন এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট ওই যুবকের বিরুদ্ধে ওঠা ফৌজদারি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। শিশুদের নিয়ে যৌন ছবি তৈরি, দেখা এবং ডাউনলোড করা ছাড়াও তা প্রকাশ করা এবং শেয়ার করা সবই অপরাধ।

আদালত বলেছে যে 'শিশু পর্নোগ্রাফি' শব্দটিকে 'শিশু যৌন শোষণ এবং অপব্যবহারের উপাদান' (CSEAM) শব্দের সঙ্গে প্রতিস্থাপনের লক্ষ্যে POCSO-তে একটি সংশোধন আনার বিষয়ে সংসদকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। যাতে এ ধরনের অপরাধের বাস্তবতা আরও সঠিকভাবে ফুটিয়ে তোলা যায়।
 

 

POST A COMMENT
Advertisement