
দেবভূমে আবার প্রলয়। এবার উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। আজ অর্থাত্ মঙ্গলবার গঙ্গোত্রী ধাম ও মুখওয়ার কাছে অবস্থিত একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল। ভয়াবহ সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আক্ষরিক অর্থেই হাড়-হিম করে দেওয়া ঘটনা। এখনও পর্যন্ত খবর, ৪ জনের মৃত্যু হয়েছে। ৫০ জনের বেশি নিখোঁজ। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তত্পরতার সঙ্গে কাজের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রবল বৃষ্টিপাতের জেরে মুখওয়া ও গঙ্গোত্রীর মাঝখানে অবস্থিত ধারালি গ্রামে এক নালা হঠাৎই বিস্ফোরণ হল । সেই স্রোতের জল নীচু এলাকার দিকে বয়ে যায় অত্যন্ত জোরে। ঘটনাস্থলের কাছেই গঙ্গোত্রী ধাম ও গঙ্গার শীতকালীন আস্তানা মুখওয়া অবস্থিত। ফলে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।
বিপর্যয় মোকাবিলা কর্মীদের হাই অ্যালার্টে
দুর্ঘটনার পরপরই উত্তরকাশী জেলা প্রশাসন জানায়, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগ ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। উদ্ধারকারী দল এবং বিপর্যয় মোকাবিলা কর্মীদের হাই অ্যালার্টে রাখা হয়েছে।
হঠাৎ করেই পাহাড় থেকে বিশাল জলধারা
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই পাহাড় থেকে বিশাল জলধারা নেমে আসে। যেভাবে জলের তোড়ে নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করে, তাতে কেউ কেউ নিজেদের ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। প্রবল স্রোতের কারণে আশপাশে থাকা গাছ, ছোট খাট বস্তু গড়িয়ে যেতে দেখা গিয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বহু তীর্থযাত্রী এবং পর্যটক, যাঁরা তখন গঙ্গোত্রীতে ছিলেন বা সেখান থেকে রওনা দিচ্ছিলেন।
उत्तराखंड के धराली (उत्तरकाशी) में फ्लैश फ्लड की घटना को लेकर उत्तराखंड के मुख्यमंत्री से बात कर घटना की जानकारी ली। ITBP की निकटतम 3 टीमों को वहाँ भेज दिया गया है, साथ ही NDRF की 4 टीमें भी घटनास्थल के लिए रवाना कर दी गई हैं, जो शीघ्र पहुँच कर बचाव कार्य में लगेंगी।
— Amit Shah (@AmitShah) August 5, 2025
প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নদী বা ঝরনার ধারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয়দের। অতিরিক্ত বৃষ্টি হলে নতুন করে ধস বা জলস্ফীতির সম্ভাবনা থাকায় প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।
উল্লেখ্য, গঙ্গোত্রী ধাম উত্তরাখণ্ডের চারধাম তীর্থযাত্রার গুরুত্বপূর্ণ এক কেন্দ্র। প্রতিবছর হাজার হাজার ভক্ত এখানে আসেন। এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় পর্যটন এবং তীর্থযাত্রায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে প্রশাসনকেও সর্বদা প্রস্তুত থাকতে বলা হয়েছে।