আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার জামিনে পেয়ে জেল থেকে মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতারের প্রায় ৬ মাস পর সিবিআই মামলায় জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। কেজরিওয়াল হলেন ভারতের প্রথম নেতা যাকে মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন জেলে যেতে হয়। মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন জামিনে জেল থেকেও বেরিয়েও আসেন।
কেজরিওয়াল বলতেন, তাঁর প্রতিটি রক্তের ফোঁটা দিল্লির মানুষের জন্য, কিন্তু শুক্রবার জেল থেকে বেরিয়ে এসে তিনি বলেন, তাঁর প্রতিটি রক্তের ফোঁটা ভারতের মানুষের জন্য। জেল থেকে বেরোতেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন।
তিনি এও বলেন, 'আমি সত্যবাদী, আমি সঠিক ছিলাম, তাই ঈশ্বর আমাকে সমর্থন করেছেন।' তিনি বলেছেন, ১৭৭ দিন জেলে থাকার পর তার শক্তি বেড়েছে ১০০ গুণ। কেজরিওয়াল তার বাড়িতে পৌঁছলে তার ৮০ বছর মা তাঁকে তিলক লাগিয়ে স্বাগত জানান। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালও দলীয় নেতাদের লাড্ডু খাইয়ে খুশীর এই দিন উদযাপন করেন। বলেন, "সুপ্রিম কোর্ট বিজেপির পরিকল্পনা ব্যর্থ করেছে।"
এখন প্রশ্ন হল এর পরে কী হবে? সামনে হরিয়ানার নির্বাচন। হরিয়ানা, যেখানে কেজরিওয়াল এবং কংগ্রেস আসন নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাহলে কেজরিওয়াল সেখানে প্রচারে গেলে কংগ্রেসের ক্ষতি আর বিজেপির লাভ কি হতে পারে? দিল্লি ও পঞ্জাবে কংগ্রেসকে পিছনে ফেলে নিজের দলকে ক্ষমতায় এনেছেন কেজরিওয়াল। তারপর এই দুই রাজ্যের মধ্যে রয়েছে হরিয়ানা। হরিয়ানায় ভোটের এখনও ২২ দিন বাকি এবং আবগারি কেলেঙ্কারিতে অভিযুক্ত সমস্ত নেতা জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন।